চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে জিডি, গৃহকর্মীকে মারধর
মোজো ডেস্ক 04:21PM, Apr 04, 2025
চিত্রনায়িকা পরীমণির এক বছরের মেয়েকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে ভুক্তভোগী গৃহকর্মী পিংকি আক্তার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
গতকাল বৃহস্পতিবার (৩ এপ্রিল) এই জিডিটি করেন পিংকি আক্তার।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসার এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ওই গৃহকর্মী থানায় একটি জিডি করেছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।