তরমুজ চুরিতে বাধা দেওয়ায় কৃষককে হত্যা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় তরমুজ চুরিতে বাধা দেওয়ায় কুদ্দুস হাওলাদার (৪৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) ভোররাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
 
এর আগে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বাকেরগঞ্জ উপজেলার রানীরহাটের দিয়ারচর এলাকায় কুদ্দুস হাওলাদারকে পিটিয়ে জখম করা হয়। নিহত কুদ্দুস হাওলাদার ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।

নিহতের মামাতো ভাই মজিবুর রহমান জানান, বাড়ির পাশের জমিতে তরমুজ চাষ করেছিলেন কুদ্দুস হাওলাদার। স্থানীয় বখাটেরা তার জমি থেকে কিছু তরমুজ নিয়ে যায় এবং চাঁদাও দাবি করে। এর প্রতিবাদ জানালে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে কুদ্দুস হাওলাদারকে একা পেয়ে বেধড়ক পেটান মিরাজ, আনোয়ার, হাসনাইন, সরোয়ার সানি, মতিউর রহমান, ফয়সালসহ ১০-১৫ জন।
 

 এমআর/টিএ

বাকেরগঞ্জ থানাধীন চরামদ্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এনামুল হক শহীদ জানান, জায়গা বর্গা নিয়ে তরমুজ চাষ করেছিলেন কৃষক কুদ্দুস হাওলাদার। কিন্তু কিছু দিন ধরে পার্শ্ববর্তী চরাদি এলাকার কিছু লোক রাতের আঁধারে তার ক্ষেতের তরমুজ চুরি করে নিয়ে যাচ্ছিল। সম্প্রতি তারা দিনের বেলায়ও তরমুজ নিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুরে কুদ্দুস হাওলাদার বাধা দিলে তাকে ক্ষেতের পাশে থাকা রেইনট্রি গাছের লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ওই বখাটেরা।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আমাদের ফাঁড়িতে নিয়ে আসেন। কিন্তু তার অবস্থা খারাপ দেখে আমরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই। পরে সেখানে রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আমাদের হেফাজতে আনা হয়েছে।
 
এদিকে বাবা হত্যার বিচার দাবি করেছেন কুদ্দুসের মেয়ে সাদিয়া। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম।

Share this news on:

সর্বশেষ

img
বিএনপিকে পাশ কাটাতেই নির্বাচন বিলম্ব করছে সরকার : শামসুজ্জামান দুদু Apr 18, 2025
img
রাতে রাজধানীসহ ৯ জেলায় ঝড়ের আভাস Apr 18, 2025
img
হজের আগে কঠোর অভিযান সৌদি আরবে Apr 18, 2025
img
নিখোঁজের তিন মাস পর মিলল জাপানি অভিনেতার নিথর দেহ Apr 18, 2025
img
রাজধানীতে ফের ঝটিকা মিছিল করল আওয়ামী লীগ Apr 18, 2025
img
আল-কায়েদার হুমকির পর প্রিন্স হ্যারি পুলিশি নিরাপত্তা চেয়েছেন Apr 18, 2025
img
বদলির আদেশের পরও স্বপদে বহাল ইউএনও তনু Apr 18, 2025
img
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস’র প্রতিনিধি দলের সাথে বৈঠক করলেন মির্জা ফখরুল Apr 18, 2025
img
গত ৯ মাসে এক আকাশ ভালোবাসা অর্জন করেছি : প্রেস সচিব Apr 18, 2025
img
সেই টিপকাণ্ডে সুবর্ণা মুস্তাফা-সাজু খাদেমসহ ১৮ জনের নামে মামলা Apr 18, 2025