কুড়িগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে সীমান্তে মাদক চোরাচালান কমানো, জেলার হাসপাতালগুলোর মান উন্নয়নসহ বিভিন্ন উদ্যোগ নিয়ে কাজ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আজ শুক্রবার (৪ এপ্রিল) কুড়িগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এই পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, এনসিপি শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে কুড়িগ্রামের উন্নয়নে কাজ করবে এবং মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করবে।
ড. আতিক মুজাহিদ বলেন, তারা কুড়িগ্রামে দক্ষ জনশক্তি গঠন, টেকসই অর্থনীতি ব্যবস্থা প্রতিষ্ঠা এবং আইটি গ্রাম গড়ার পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবেন। পাশাপাশি, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসক সংকট নিরসন ও মাদক চোরাচালান বন্ধ করার জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, এনসিপি আগামী দুই মাসের মধ্যে সারা দেশে সাংগঠনিক কমিটি গঠন করবে।
এছাড়াও, কুড়িগ্রামে কর্মসংস্থান সৃষ্টি, বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম এগিয়ে নেওয়া এবং মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
মতবিনিময়সভায় কুড়িগ্রাম জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আরএ/টিএ