ছেলের বিয়ের কেনাকাটাকে কেন্দ্র করে অভিমানে বিষপান, মায়ের মর্মান্তিক পরিণতি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পারিবারিক অভিমানে বিষপান করে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম বিনারানী সরকার (৪২)। জানা গেছে, ছেলে বিয়ের কেনাকাটায় অংশ না নেওয়ায় অভিমানে তিনি বিষপান করেন, যা পরে তার মৃত্যুর কারণ হয়।

শুক্রবার (৪ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের উত্তর ভাতগ্রাম (হিন্দুপাড়া) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত বিনারানী সরকার উত্তর ভাতগ্রামের মৃত জয়েন্ত সরকারের স্ত্রী।

স্বজনরা জানায়, বিনারানীর ৩ ছেলের মধ্যে এক ছেলে স্বদেশ কুমার সরকারের বিয়ে ঠিক হয়। এই বিয়ের খরচ করার জন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর স্বদেশ কুমার (বর) গাইবান্ধায় খরচ করতে যান। এদিকে অভিমান করে রাত সাড়ে ৯টার দিকে বিষপান করেন বিনারানী। এরপর তাকে প্রথমে গাইবান্ধা সদর হাসপাতালে পরে রংপুরে চিকিৎসার জন্য নেওয়ার পথে বিনারানী মারা যায়।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু হাসনাত জামান বলেন, খবর পেয়ে আজ শুক্রবার সকালের দিকে নারীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় সুরুতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়।

আরএ/টিএ

Share this news on: