ঈদের পর রাজধানীর খুচরা বাজারে ক্রেতা কম, এবং বাজারে সরবরাহ সংকটের অজুহাতে নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। সবজির দাম যেমন বাড়ছে, তেমনি মাছের দামও বৃদ্ধি পেয়েছে। যেমন, পাঙাশ মাছের দাম ঈদের আগের ১৮০-১৯০ টাকা থেকে বেড়ে ২০০-২২০ টাকা হয়েছে। অন্যদিকে, মুরগি ও গরুর মাংসের দাম কমেছে।
ঈদের পর কাঁচা মরিচ, টমেটো, পেঁপে, শসা ও লেবুর দাম বেড়েছে। টমেটো এখন প্রতি কেজি ৬০-৬৫ টাকায় বিক্রি হচ্ছে, যা ঈদের আগে ৫০-৬০ টাকা ছিল। পেঁপে ও শসার দামও বেড়েছে। কাঁচা মরিচের দাম ১২০ টাকা এবং লেবুর দাম ৮-১০ টাকা প্রতি পিস।
নয়াবাজারের সবজি বিক্রেতারা জানিয়েছেন, ঈদের পর সবজির সরবরাহ স্বাভাবিক হয়নি, যার ফলে দাম বেড়েছে। তবে সরবরাহ স্বাভাবিক হলে দাম কমে আসবে।
মাছের বাজারে কেজিপ্রতি ৫-৩০ টাকা বেড়ে যাচ্ছে, এবং পাঙাশ, তেলাপিয়া, সরপুঁটি সহ অন্যান্য মাছের দাম বাড়ানো হয়েছে। তবে মাংসের বাজারে দাম কমে এসেছে, যেমন ব্রয়লার মুরগির দাম ২০০-২১০ টাকা, যা ঈদের আগে ২৪০ টাকা ছিল, এবং গরুর মাংসের দামও কমে ৭০০-৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা জানিয়েছেন, ঈদের আগে মাংসের চাহিদা বেশি ছিল, কিন্তু এখন মাছের চাহিদা বাড়ায় তারা বাড়তি মুনাফা করতে দাম বাড়িয়ে বিক্রি করছেন।
এসএস