নববধূর সঙ্গে পরকীয়া, ঘটক গ্রেফতার

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশারীচোঁ গ্রামে নববধূর সঙ্গে পরকীয়ার অভিযোগে হাসান মজুমদার (২২) নামে এক ঘটককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৪ এপ্রিল) বিকালে ৯৯৯-এর কল পেয়ে থানার সেকেন্ড অফিসার আব্দুল্লাহ আল ফারুক একদল পুলিশ নিয়ে হাসান মজুমদারকে গ্রেফতার করেন।

হাসান মজুমদার একই গ্রামের ফকির বাড়ির দুলন আক্তারের ছেলে। নববধূর স্বামী জানিয়েছেন, হাসান তার বিয়ের ঘটক ছিলেন এবং বিয়ের পর থেকেই তিনি প্রায় প্রতি দিন তাদের বাড়িতে আসতেন। একসময় নববধূর কাছে তার লেখা একটি চিঠি পেয়ে তিনি বিষয়টি জানতে পারেন। নববধূর স্বামী বলেছেন, তিনি ও হাসানের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা চান।

লালমাই থানার ওসি মো. শাহ আলম জানিয়েছেন, ৯৯৯-এর কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সত্যতা নিশ্চিত হন এবং গৃহবধূর মৌখিক অভিযোগের ভিত্তিতে হাসান মজুমদারকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস

Share this news on:

সর্বশেষ