বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন, মা আইসিইউতে

চট্টগ্রামের ফটিকছড়িতে বড় ভাইয়ের দায়ের কোপে আহত ছোট ভাই চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত মো. মাসুম (৩৫) ফটিকছড়ির পশ্চিম ভূজপুর গ্রামের বাসিন্দা। ঘটনায় জড়িত বড় ভাইয়ের নাম মো. ইয়াছিন। একই ঘটনায় গুরুতর আহত তাদের মা জুলেখা খাতুন (৫৫) এখনও হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকালে ফটিকছড়ির ভুজপুর ইউনিয়নের ফকিরাবন এলাকার ভোলা মিয়ার বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, আগে থেকেই জমি নিয়ে মাসুম ও ইয়াছিনের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন রান্নাঘরে পাতার বস্তা রাখাকে কেন্দ্র করে মাসুমের সঙ্গে ইয়াছিনের স্ত্রীর ঝগড়া হয়। এ সময় ইয়াছিন বাড়িতে ছিলেন না। ফিরে এসে স্ত্রীর কাছ থেকে ঘটনা শুনেই তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং দা দিয়ে ছোট ভাই মাসুম ও মা জুলেখা খাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন।

ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক বিরোধ ও রান্নাঘরে পাতার বস্তা রাখা নিয়ে ঝগড়ার জেরেই এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত ইয়াছিন পলাতক। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।


এসএস

Share this news on: