চুপিসারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্রের কাজ চলছে, এবং চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের দিকে। অভিনেতা নির্বাচন পর্বের কাজও জোরকদমে এগোচ্ছে।
বলিউড অভিনেতা রাজকুমার রাও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্রে ‘দাদা’র চরিত্রে অভিনয় করবেন। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এই ছবির দায়িত্বে আছেন, এবং সৌরভ নিজেও রাজকুমারের উপর ভরসা করছেন। জানা গেছে, রাজকুমার নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই তাঁর একটি লুক সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, অনেকেই দাবি করছেন যে, এই লুকটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।
আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে, তা হলো, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন না তৃপ্তি ডিমরি। তৃপ্তি সৌরভ-ঘরনির চেহারার সঙ্গে একেবারেই মেলেন না, এবং তাই অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়া নাকি বাংলার প্রথম সারির নায়িকাকে এই চরিত্রের জন্য বাছাই করবেন।
কলকাতায় এসে, মুকেশ জানান যে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রের জন্য মিমি চক্রবর্তীর নাম প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। মিমি চক্রবর্তী ‘রক্তবীজ ২’ ছবির নায়িকা, এবং তাঁর চেহারার বাঙালিয়ানা এই চরিত্রের জন্য উপযুক্ত হতে পারে। অন্যদিকে, ইশা সাহার নামও উঠে এসেছে, যাঁর চেহারায় যথেষ্ট বাঙালিয়ানা রয়েছে।
মুকেশ কলকাতায় আরও বেশি কাজ করতে চান এবং এখান থেকে নতুন প্রতিভা খুঁজে বের করবেন। তিনি বলিউডের সঙ্গে টলিউডের সংযোগ ঘটানোর পরিকল্পনাও করছেন। টলিউড ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস ইতিমধ্যে তাঁর কাজের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এই প্রকল্পের সিংহভাগ দায়িত্বে থাকবেন পার্পল মুভি টাউনের কর্ণধার প্রীতিময় চক্রবর্তী, যাঁর সঙ্গে মুকেশ একাধিক বড় কাজ করতে যাচ্ছেন।
এসএস