ড. ইউনূস ও মোদির বৈঠকে আশার আলো দেখছেন মির্জা ফখরুল

বাংলাদেশ ও ভারতের সরকার প্রধানের মধ্যকার বৈঠককে দুই দেশের জন্য ‘আশার আলো’ হিসেবে দেখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বিমসটেকে সাইডলাইন বৈঠক হয়েছে… এটা (বৈঠক) খুব আনন্দের কথা। আমরা মনে করি যে, ভূ-রাজনীতি এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ-ভারতের এই অঞ্চলের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকটা আমাদের সামনে একটা আশার আলো তৈরি করছে।

ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস (তিক্ততা) তৈরি হয়েছিলো সেই বিটারনেসটা তৈরি যেন আর বেশি সামনে না যায় অথবা এটা যেন কমে আসে সেখানে একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘আমি যতদূর দেখেছি, তাতে করে আমার মনে হয়েছে এই ব্যাপারে দু’জনই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে দুই দেশের মানুষের উপকার করবে।

সাংবাদিকদের সাথে কথা বলার আগে গুলশানে চেয়ারপারসনে কার্যালয়ে ক্রীড়াঙ্গনে কর্মকর্তা, সংগঠন এবং ক্রীড়াবিদদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি মহাসচিব। সংগঠন ও ক্রীড়াবিদদের মধ্যে ছিলেন, মাহবুবুল আনাম, রফিকুল ইসলাম বাবু, রুম্মন বিন ওয়ালি সাব্বির, নিয়ামুর রশীদ রাহুল, মো.আশরাফুল, হাবিবুল বাশার সুমন, রিয়াজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকীব, আবু দাউদ শামসুদ্দোজা চৌধুরী ডন, মাইশিকুর রহমান রিয়াল, ফাহিম সিনহা, কাজী মহিউদ্দিন বুলবুল, সেলিম শাহেদ,সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু, আকরাম হোসেন সবুজ, ইব্রাহিম খলিল প্রমুখ।

উল্লেখ্য, শুক্রবার স্থানীয় সময় দুপুরে ব্যাংককে বিমসটেক সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হয়। আধা ঘণ্টার বেশি সময় স্থায়ী এই বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা হয় বলে বৈঠকের পর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানিয়েছেন।

এফপি/এসএন 

Share this news on:

সর্বশেষ

img
দূষিত বাতাসের শহরে ঢাকা আজ অষ্টম Apr 05, 2025
img
ট্রাম্পের শুল্ক ঘোষণার পর শত শত কোটি ডলার হারালেন টেক মোগলরা Apr 05, 2025
img
রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয় Apr 05, 2025
হাসিনাকে উ'স্কা'নিমূলক বক্তব্য প্রদান থেকে বিরত রাখতে মোদিকে অনুরোধ Apr 05, 2025
দ্বিগুণ ভাড়া নিয়ে বাসের এ কেমন সেবা? Apr 05, 2025
মোদি-ইউনূস বৈঠক: কী বলছে ভারতীয় সংবাদমাধ্যম? Apr 05, 2025
ভারতসহ তিন দেশের সঙ্গে তলে তলে চলছে আলোচনা, শুল্ক প্রত্যাহারের আভাস Apr 05, 2025
ট্রাম্পকে কু'পোকা'ত করতে পাল্টা শুল্ক আরোপ করল চীন Apr 05, 2025
জার্মানির টাকায় মাস্কের স্টারলিংক বাদ দিয়ে ফরাসি স্যাটেলাইটে যুক্ত হচ্ছে ইউক্রেন Apr 05, 2025
‘প্রেমিকা’ গানের সূত্র ধরে প্রেম, অবশেষে রাবা-নিধির বিয়ে Apr 05, 2025