দ্রুত রান তুলতে না পারায় ৮ কোটির ব্যাটারকে রিটায়ার্ড করল মুম্বাই

গতকাল শুক্রবার লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে লক্ষ্য তাড়ায় চমকে দেওয়া সিদ্ধান্ত নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ম্যাচের একেবারে শেষবেলায় উইকেটে থিতু হওয়া তিলককে তুলে নিয়ে মিচেল স্যান্টনারকে ব্যাট করতে পাঠায়। তিলককে রিটায়ার্ড আউট করিয়েও অবশ্য কাজের কাজ কিছুই হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ হেরেছে মুম্বাই।

লক্ষ্ণৌর বিপক্ষে জয়ের জন্য যখন ৭ বলে ২৪ রান দরকার ছিল মুম্বাইয়ের। তখন উইকেটে সেট ব্যাটার তিলক। কিন্ত এদিন কিছুতেই যেন খোলস ছেড়ে বেরিয়ে আসতে পারছিলেন না এই টপ অর্ডার ব্যাটার। ফলে তাকে রিটায়ার্ড আউট করানোর সিদ্ধান্ত নেয় মুম্বাই।

তিলকের বদলে ব্যাট হাতে ক্রিজে যান মিচেল স্যান্টনার। ম্যাচের শেষে মুম্বাই কোচ তিলককে ডেকে নেওয়ার কারণও জানান। মাহেলা জয়াবর্ধনে দাবি করেন যে, স্লগ ওভারে তিলক মারতে পারছিলেন না বলেই তাকে তুলে নিয়ে নতুন কাউকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নেন তিনি। এটা কৌশলগত সিদ্ধান্ত ছিল বলেও জানান তিনি।

উল্লেখযোগ্য বিষয় হল, ক্রিকেটার জীবনে জয়াবর্ধনে নিজেও রিটায়ার্ড আউট হয়েছিলেন। তবে আইপিএলে নয়, বরং আন্তর্জাতিক ক্রিকেটে। ২৪ বছর আগে বাংলাদেশের বিপক্ষে টেস্টে জয়াবর্ধনেকে তুলে নেয় শ্রীলঙ্কার টিম ম্যানেজমেন্ট।

২০০১ সালে কলম্বোয় শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান হেড কোচ মাহেলা জয়াবর্ধনে ১৫০ রানে পৌঁছনোর পরে রিটায়ার্ড আউট হয়েছিলেন। একই ম্যাচের সেই ইনিংসেই মার্ভান আতাপত্তু ২০০ রানে পৌঁছনোর পরে রিটায়ার্ড আউট হন।

এসএন 

Share this news on: