ট্রাম্পের শুল্ক নীতিতে বিলিয়নিয়ারদের পকেট থেকে খসেছে ২০৮ বিলিয়ন ডলার

যুক্তরাষ্ট্রকে ‘অর্থনৈতিক স্বাধীনতা’ এনে দিতে বিশ্বজুড়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে শুল্ক চাপিয়েছেন, তার ধাক্কা সামলাতে হচ্ছে বিলিয়নিয়ারদেরও। ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, শুল্ক নীতি ঘোষণার পর বিলিয়নিয়ারদের পকেট থেকে খসেছে ২০৮ বিলিয়ন ডলার। করোনা মহামারির পর এমন অবনমন আগে কখনও দেখেনি বিলিয়নেয়াররা।

এনডিটিভি এক প্রতিবেদনে বলেছে, বিশ্বের ৫০০ জন ধনী ব্যক্তি হারিয়েছেন এ সম্পদ। ক্ষতিগ্রস্তদের মাঝে যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ারের সংখ্যা বেশি। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে আছেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার সম্পদের পরিমাণ ১৭.৯ বিলিয়ন ডলার কমেছে। যা তার মোট সম্পদের প্রায় ৯ শতাংশ। এই তালিকায় আছে আরও বেশ কয়েকটি বড় বড় নাম।

ব্লুমবার্গ বিলিয়নেয়ারস ইনডেক্সের ১৩ বছরের ইতিহাসে এটি চতুর্থ বৃহত্তম একদিনের পতন। ট্রাম্পের শুল্ক ঘোষণা ৯ শতাংশ শেয়ার পতন হয়েছে অ্যামাজনের জেফ বেজোসের। তার ব্যক্তিগত সম্পদের ক্ষতি হয়েছে ১৫.৯ বিলিয়ন ডলার। টেসলার শেয়ারও কমেছে। এতে ক্ষতির মুখে পড়েছে ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু এবং সরকারি উপদেষ্টা ইলন মাস্ক। তিনি হারিয়েছেন প্রায় ১১ বিলিয়ন ডলার।

অন্য মার্কিন বিলিয়নেয়ারদের মধ্যে যাদের সম্পদ কমেছে তারা হলেন মাইকেল ডেল (৯.৫৩ বিলিয়ন ডলার), ল্যারি এলিসন (৮.১ বিলিয়ন ডলার), জেনসেন হুয়াং (৭.৩৬ বিলিয়ন ডলার), ল্যারি পেজ (৪.৭৯ বিলিয়ন ডলার), সের্গেই ব্রিন (৪.৪৬ বিলিয়ন ডলার) এবং থমাস পিটারফি (৪.০৬ বিলিয়ন ডলার)। আমেরিকার বাইরের একমাত্র ধনকুবের সম্পদের উল্লেখযোগ্য পতন দেখেছেন ফ্রান্সের বার্নার্ড আর্নল্ট।

অনেক দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তকে ‘বাণিজ্য যুদ্ধ’ হিসেবে দেখছে। অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, এই বাণিজ্য যুদ্ধ শুরু হলে তাতে কেউই জয়ী হবে না। কিন্তু ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণার এই দিনটিকে যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক স্বাধীনতা দিবস’ হিসাবে অভিহিত করেছেন, ‘আমরা একটি স্বাধীন ও সুন্দর জাতি হতে যাচ্ছি। এই দিনটিকে আপনারা ভবিষ্যতে স্মরণ করবেন। আপনারাই তখন বলবেন, 'তিনি (মি. ট্রাম্প) সঠিক ছিলেন।’ এই দিনটি আমাদের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ দিন।’

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ঈদ শেষে চুলা জ্বালানোর সময় সতর্ক থাকতে তিতাসের পরামর্শ Apr 06, 2025
img
'বাচ্চার বয়স ১০ হলে, তোর হবে ৭০ বছর : দেবকে বাবা-মায়ের তীক্ষ্ণ মন্তব্য Apr 06, 2025
img
'শহীদ জিয়াউর রহমানের পর সফল রাষ্ট্রনায়ক পেয়েছি’ Apr 06, 2025
img
ব্যয়বহুল সফরের কারণে ইরানের ভাইস প্রেসিডেন্ট বরখাস্ত Apr 06, 2025
img
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ: আন্দালিব রহমান পার্থ Apr 06, 2025
img
আশুলিয়ায় চলন্ত বাসে অগ্নিকাণ্ড, যাত্রীদের মধ্যে আতঙ্ক Apr 06, 2025
img
শাহবাগে ফুলের মার্কেটে আগুনে দগ্ধ ৫ জন Apr 06, 2025
img
ভিনিসিয়ুসের পেনাল্টি মিসে বার্নাব্যুতে রিয়ালের হতাশাজনক পরাজয় Apr 06, 2025
img
এবার বিএনপির সঙ্গে দ্রুত নির্বাচন চায় হেফাজতও Apr 06, 2025
img
ঝুলন্ত বৈদ্যুতিক সংযোগ ও হাইড্রোজেন সিলিন্ডার ছিল বিপদের মূল কারণ Apr 06, 2025