আপনাদের হিসাব দিতে হবে, লাইভে পরীমণির হুমকি

কয়েকদিন অন্তর কোনো না কোনো কারণে সংবাদের শিরোনাম হন ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। আর তা অবশ্যই তার ক্যারিয়ার নিয়ে নয়, বিতর্কিত কিছু কর্মকাণ্ডের কারণে। ফলে তার ব্যক্তিগত জীবনও থাকে সমালোচনার মধ্যে।

বলে রাখা ভালো, নানান বিস্ফোরক কর্মকাণ্ড ও অভিযোগ নিয়ে আইনি জটিলতায় পড়া পরীমণির জন্য একেবারেই নতুন কিছু না। এর আগে মাদককাণ্ডে জড়িয়ে রিমান্ড থেকে শুরু করে থানা-হাজতেও কাটিয়েছেন নায়িকা। এরপর এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার অভিযোগেও কোর্ট-কাচারি বেড়াতে হয়েছে তাকে। যদিও পরে জামিন পেয়েছেন তিনি।
এবার এক গুরুতর অভিযোগে জর্জরিত নায়িকা। বাসার গৃহকর্মীকে নাকি বেধরক মারধর করেন তিনি। ভুক্তভোগী সেই গৃহকর্মী থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। আর বিষয়টি নিয়ে সংবাদ হলে তা একতরফা বলে দাবি করেন পরীমণি।

জানিয়ে রাখা ভালো, রাজধানীর ভাটারা থানায় পরীমণির বিরুদ্ধে ওই গৃহকর্মী অভিযোগ দায়ের করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত করেন সেখানকার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম। এরপরই পরীমণির সঙ্গে মুঠোফোনে বারবার সংযোগ স্থাপনের চেষ্টা করা হলে তা প্রতিবারই বিচ্ছিন্ন করে দেন নায়িকা।

কিন্তু বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হওয়ায় গণমাধ্যমের ওপর রীতিমতো ক্ষোভ উগরে দেন পরীমণি। দাবি করেন, সবটাই একতরফা; এবং তিনি একপাক্ষিক বিচারের শিকার।
শুক্রবার মধ্যরাতে ফেসবুকে লাইভে এসে পরীমণি বলেন, 'আমি এ পরিস্থিতি মোকাবেলার জন্য একদম প্রস্তত ছিলাম না।' দীর্ঘশ্বাস ফেলে কড়া গলায় বললেন, 'এত মিডিয়া ট্রায়াল (একপাক্ষিক সংবাদ) বন্ধ করে দেন।' এরপর খানিকটা মুচকি হেসে হুমকির সুরে বলেন, 'জনগণ কিন্তু আস্ত একটি মিডিয়া, যদি সে সঠিক হয়, সত্যি হয়। এসব স্ট্যাম্পমারা মিডিয়ার দরকার হয় না। এগুলো করবেন না, এগুলো সুন্দর দেখায় না। আপনারা হবেন সাপোর্টিভ, এগুলো কি করেন আপনারা!'

পরীমণি বলেন, 'একতরফা করবেন না, করলে সবদিক থেকেই করবেন। প্রমাণের জন্য অপেক্ষা করেন, আমার বাসার নিচে আসতে হবে না। আমি নিজেই আপনাদের কাছে যাব। আমি আপনাদের কয়বার নক দিয়েছি, ওই মেয়ে যে আপনাদের নক দিয়েছে? আপনাদের নাম্বার ও কীভাবে পেল? নাকি আপনাদেরই গরজ। নাকি হাতে এস লেখা বলে আপনাদের বলদ ফলদ বলেছিলাম বলে আপনাদের গায়ে লাগল? তো বলদের প্রমাণ দিয়ে দিচ্ছেন?'

উল্লেখ্য, এরপর বেশ খানিকটা উত্তেজিত হয়ে বেশ কিছু অকথ্য ভাষায় কথায় বলেন পরীমণি; যা প্রকাশের অযোগ্য। পরীমণি বলেন, 'আপনারা আইন, সংসার, জীবন-সবকিছুর ঊর্ধ্বে যেতে চান। হুমকির সুরে পরীমণি আবার বললেন, 'হিসাব কিন্তু একদিন আপনাদের দিতেই হবে। মিলিয়ে নিয়েন।'    

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ঈদের ছুটিতে সৈয়দপুরে বিয়ের হিড়িক Apr 05, 2025
img
থাকসিনের সঙ্গে ড. ইউনূসের পুনর্মিলন: স্মৃতিচারণ, সম্ভাবনা ও সহায়তার বার্তা Apr 05, 2025
img
মার্কিন পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে কম্বোডিয়া, শুল্ক নেবে না ভিয়েতনাম Apr 05, 2025
img
নায়িকার মুখের দুর্গন্ধে অতিষ্ঠ হয়েছিলেন ইমরান হাশমি Apr 05, 2025
img
‘জংলি’ দেখে ‘প্রিয়তমা’ নির্মাতার অভিব্যক্তি Apr 05, 2025
img
হামজার নতুন মাইলফলক স্পর্শ, আনন্দে ভাসছেন তিনি Apr 05, 2025
img
ট্রাম্পের শুল্ক নীতিতে বিলিয়নিয়ারদের পকেট থেকে খসেছে ২০৮ বিলিয়ন ডলার Apr 05, 2025
img
রাজবাড়ীতে পোষা বিড়ালের ভিন্নধর্মী মেলা Apr 05, 2025
img
৬ দিনেও শত কোটি ছুঁতে পারে নি সালমানের ‘সিকান্দার’ Apr 05, 2025
img
চলতি বছরেই মন্দা আমেরিকায়,বাড়তে পারে বেকারত্বের হার Apr 05, 2025