দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ভূমিকম্পে কাঁপল হিমালয় কন্যা নেপাল। শুক্রবার (০৫ এপ্রিল) রাতে তিন মিনিটের ভেতর দুবার ভূমিকম্প হয় দেশটিতে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল যথাক্রমে ৫ দশমিক ২ ও ৫ দশমিক ৫।
প্রতিবেশী ভারতের দিল্লিসহ অনেক জায়গায় এই ভূমিকম্প অনুভূত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, নেপালের জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, জাজারকোট জেলায় স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে ৫.২ মাত্রার প্রথম ভূমিকম্প রেকর্ড করা হয় এবং রাত ৮টা ১০ মিনিটে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।
কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে জাজারকোট জেলার পানিক এলাকায় দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যা ৭টা ৫২ মিনিট নাগাদ কম্পন অনূভূত হয় নেপাল-সহ উত্তর ভারতে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কথা প্রকাশিত হয়নি।
গত শুক্রবারে ভূমিকম্প হয়েছিল মিয়ানমারে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৭। সেই ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত দেশটিতে মারা গেছেন তিন হাজারের বেশি মানুষ। প্রভাব পড়েছিল প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককেও।
মিয়ানমারে ভূমিকম্পের পর থেকে একাধিক বার কেঁপে উঠেছে এশিয়ার এই অঞ্চল। ১ এপ্রিল মিয়ানমারে আরও একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৪.৭।
এসএন