ট্রাম্পের ঘোষণায় লোকসানে ধনকুবেররা, শীর্ষে কে?

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘পারস্পারিক শুল্ক’ সংক্রান্ত ঘোষণার পরই বিশ্বের বিভিন্ন শেয়ার বাজারে ধস নামে। একদিনে কোটি কোটি টাকা লোকসান হয়েছে শিল্পপতিদের। আর এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খোদ যুক্তরাষ্ট্রের শিল্পপতিরাই।

ব্লুববার্গ জানিয়েছে, বৃহস্পতিবার বিশ্বের ৫০০ ধনকুবের হারিয়েছেন মোট ২০ হাজার ৮০০ কোটি ডলার। আর লোকসানে যাওয়ার শীর্ষে আছেন ফেসবুক এবং মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তালিকায় আছেন আরও অনেক তারকা ধনকুবের।

ব্লুমবার্গের মতে, করোনা মহামারির পর এই প্রথম এত বড় পতন দেখা গেল। শিল্পপতিদের সম্পদের পরিমাণ ৩ দশমিক ৩ শতাংশ কমেছে।

ক্ষতিগ্রস্তদের তালিকায় শীর্ষে আছেন মার্ক জাকারবার্গ। তাঁর প্রতিষ্ঠানের শেয়ারের পতন হয়েছে ৯ শতাংশ। একদিনে তাঁর সম্পদ কমেছে ১৭ দশমিক ৯ বিলিয়ন ডলার।

জেফ বোজোসের অ্যামাজনের শেয়ারের পতন হয়েছে ৯ শতাংশ। ২০২২ সালের পর এত বড় দরপতন হয়নি প্রতিষ্ঠানটির। এতে বোজোসের সম্পদ কমেছে ১৫ দশমিক ৯ বিলিয়ন ডলার।
ক্ষতিগ্রস্তের তালিকায় আছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্কও। মাস্কের প্রতিষ্ঠানের ৫ দশমিক ৫ শতাংশ দরপতন হয়েছে। বৃহস্পতিবার ১১ বিলিয়ন ডলার হারিয়েছেন যুক্তরাষ্ট্রের সরকারি দক্ষতা বিভাগের দায়িত্বে থাকা মাস্ক।

কারনাভার প্রধান নির্বাহী আরনেস্ট গারসিয়া হারিয়েছেন ১ দশমিক ৪ বিলিয়ন ডলার। শপিফাই এর সহ প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী টবি লুটকে হারিয়েছেন ১ দশমিক ৫ বিলিয়ন ডলার। এছাড়া নাইকি, এডিডাসের মত বিশ্বখ্যাত ব্র্যান্ডও লোকসান দিয়েছে।

এসএন 

Share this news on: