ভারতের বিহারের একটি প্রত্যন্ত গ্রাম থেকে মুম্বাই পাড়ি দিয়েছিলেন বলিউডের এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি। নিজের অভিনয়কে কীভাবে আরও উন্নত করা যায়, সেই স্বপ্ন বুকে বেঁধেই বলিউড যাত্রা তার। এখন ‘গ্যাংস অফ ওয়াসিপুর’, ‘মির্জাপুর’-এর মতো ছবি-সিরিজের মতো অভিনয়ের মাধ্যমে এই অভিনেতার পরিচয় সুদৃঢ় হয়েছে।
এবার শোনা যাচ্ছে, নিজের এলাকায় তার নতুন ছবির শুটিং করছেন পঙ্কজ। তার গ্রামের অদূরেই অর্থাৎ পাটনার একটি প্যালেসে হচ্ছে তার নতুন ছবির শুটিং। পঙ্কজের নতুন সেই ছবির নাম ‘সেনাপতি’।
চলচ্চিত্র নির্মাণে মুম্বাইয়ের চেয়ে এখন অগ্রাধিকার পাচ্ছে বিহার। কারণ, সেখানকার ঐতিহাসিক স্থান, গঙ্গার তীরে অবস্থিত গ্রাম এবং শহরগুলোর আলাদা সৌন্দর্য রয়েছে। শুধু ভারতই নয়, অন্য দেশের নির্মাতদেরও নজরে রয়েছে স্থানটি। তাই তো, বলিউডেরও নজরও সেই বিহারেই।
২০০৪ সালে ‘রান’ চলচ্চিত্রে একটি ছোট ভূমিকা দিয়ে যে যাত্রা শুরু হয়েছিল পঙ্কজের অভিনয়জীবন। ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এ কালিন ভাইয়ার ভূমিকায় আরও খ্যাতি পান। ‘গ্যাংস অফ ওয়াসিপুর’-এ অভিনয়ের মাধ্যমেও তিনি তার দক্ষতার প্রমাণ দিয়েছেন। তিনি ‘স্ত্রী’ ছবিতেও দুর্দান্ত অভিনয় করেছেন।
এসএন