মার্কিন পণ্যে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে কম্বোডিয়া, শুল্ক নেবে না ভিয়েতনাম

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর থেকে শুল্ক কমানোর ঘোষণা দিয়েছে কম্বোডিয়া।

শুক্রবার (৪ এপ্রিল) দেশটি জানিয়েছে, এ মুহূর্তে মার্কিন পণ্যের ওপর যে পরিমাণ শুল্ক আছে সেটি কমিয়ে আনা হবে।

কম্বোডিয়ার বাণিজ্য মন্ত্রী চাম নিমুল যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের কাছে লেখা চিঠিতে বলেছেন, মার্কিনিদের ১৯টি পণ্য ক্যাটাগরিতে সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক থেকে কমিয়ে এটি ৫ শতাংশে আনার ব্যাপারে চিন্তাভাবনা করছেন তারা।

এর আগে কম্বোডিয়ার পণ্যে ৪৯ শতাংশ পারস্পরিক শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প।

অপরদিকে ভিয়েতনামও একই প্রস্তাব দিয়েছে।

ভিয়েতনাম যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর আরোপিত আমদানি শুল্ক শূন্যে নামিয়ে আনার বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লাম।

শুক্রবার এক টেলিফোন আলাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তিনি এই কথা বলেন। বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনার সময়, দুই নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সহজতর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন।

সাধারণ সম্পাদক তো লাম জানান, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর শুল্ক কমিয়ে শূন্য শতাংশে নামিয়ে আনার বিষয়ে আলোচনার জন্য ভিয়েতনাম প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি অনুরোধ করেন, যুক্তরাষ্ট্র যেন ভিয়েতনামি রপ্তানি পণ্যের ওপরও একইভাবে শুল্ক হ্রাস করে।

তিনি আরও বলেন, ভিয়েতনাম যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়াতে আগ্রহী এবং মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে ভিয়েতনামে আরও বিনিয়োগ করতে উৎসাহিত করবে ও তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করতে প্রস্তুত।

বাংলাদেশের মতো ভিয়েতনাম ও কম্বোডিয়া দুটি দেশই যুক্তরাষ্ট্রে বিপুল তৈরি পোশাক রপ্তানি করে। ট্রাম্প শুল্ক বাড়ানোর ঘোষণায় এ দুটি দেশের পোশাক শিল্প হুমকির মুখে পড়েছে। এরমধ্যেই তারা শুল্ক কমানোর কথা জানিয়েছে।

এসএম/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গাজা ইস্যুতে বিতর্কিত মন্তব্য, ড্যাফোডিলের নারী প্রভাষকের হুমকি Apr 07, 2025
img
ইসরায়েল ত্যাগ দুই ব্রিটিশ এমপির, আচরণে চটেছে যুক্তরাজ্য Apr 07, 2025
img
বিয়ের গেটে পার্টি স্প্রে দেওয়ার জেরে মারামারি, বন্ধ হয়ে গেল বিয়ে Apr 07, 2025
img
‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালনের ডাক দিলেন ছাত্রশিবির Apr 07, 2025
img
দেশের বাণিজ্য ঘাটতি কমে ১৩.৭০ বিলিয়ন ডলার Apr 07, 2025
img
নিজেদের স্বার্থ রক্ষা করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর ঘোষণা Apr 07, 2025
img
জেল থেকে ছাড়া পেয়েই প্রেমিকার বাড়িতে মুরগি চুরি Apr 07, 2025
img
বিয়ে করলেন অভিনয়শিল্পী জামিল ও মুনমুন, নতুন জীবনের সূচনা Apr 07, 2025
img
যুক্তরাষ্ট্রে প্রাকৃতিক দুর্যোগে নিহত ১৬, বন্যার আশঙ্কা Apr 07, 2025
img
শ্রদ্ধা কাপুরের ‘ডাইনির হাসি!’, এই কারণে সিনেমায় পাচ্ছেন সুযোগ Apr 07, 2025