অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আজিজুল হক তামিমের এক সিদ্ধান্তে ক্রিকেট অঙ্গনে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। এসএসসি পরীক্ষা এড়িয়ে শ্রীলঙ্কা সফরে খেলার সিদ্ধান্ত নেওয়ার পর, তার এই পদক্ষেপকে কেউ কেউ ‘দেশের জন্য ত্যাগ’ হিসেবে মূল্যায়ন করছেন। তবে, ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্টরা তার এই সিদ্ধান্তে বিব্রত।
জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন তামিমের সিদ্ধান্তকে ‘অশিক্ষিত চিন্তাভাবনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। বলেছেন, ‘অনেকে মনে করছেন, দেশের জন্য ত্যাগ করেছে। এটা আসলে অশিক্ষিত চিন্তাভাবনা। এটা তো বিশ্বকাপ না যে এসএসসির মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা বাদ দেবে। একজন ক্রিকেটারের জন্য শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা না থাকলে শিখবে কী? যারা ওকে গাইড করেছে, তারা ঠিক করেনি। তাকে বোঝানো উচিত ছিল, পরীক্ষা দেওয়া জরুরি।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নুও তামিমের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ‘খুবই দুঃখজনক খবর। ছেলেটির উচিত ছিল পরীক্ষা দেওয়া। একটি সিরিজ মিস করলে কিছু আসত-যেত না। ক্যারিয়ার গড়তে হলে লেখাপড়া প্রয়োজন। ক্রিকেট ক্যারিয়ার হলেও হতে পারে, না-ও হতে পারে। ১৯৮৪ সালে আমি নিজে জাতীয় দলে ডাক পেয়েও পরীক্ষার জন্য খেলিনি। সাকিব আল হাসানও ২০০৮ সালে এইচএসসি পরীক্ষার জন্য এশিয়া কাপ খেলেনি।’
ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট বিভাগের ম্যানেজার আবু ইমাম মো. কাউসার গণমাধ্যমকে জানান, ‘কয়েক মাস আগেও সে জানিয়েছিল, এসএসসি পরীক্ষা দেবে। তখন তাকে সাধুবাদ জানিয়েছিলাম। এখন আবার বলছে, পরীক্ষা দেবে না, শ্রীলঙ্কায় খেলতে যাবে। বাবা-মাকে রাজি করিয়ে সিদ্ধান্ত বদলেছে। কে তাকে প্রভাবিত করেছে, জানি না।’
উল্লেখ্য, এ মাসে বাংলাদেশ যুব দল যাবে শ্রীলংকা সফরে। ২৪ এপ্রিল প্রস্তুতি ম্যাচ খেলার পর ২৬ এপ্রিল শুরু হবে ওয়ানডে সিরিজ, শেষ হবে ৮ মে। পাঁচ ম্যাচের সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হাম্বান্টোটায়।
আরএ