লা লিগার শিরোপা দৌড়ে বড় আঘাত হজম করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছে আনচেলত্তির দল। শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচে, যখন নির্ধারিত সময় শেষ হওয়ার দিকে ড্র হওয়ার সম্ভাবনা ছিল, তখন যোগ করা সময়ে হুগো দুরো ভ্যালেন্সিয়ার জন্য জয় নিশ্চিত করেন, দলের জন্য তা ছিল এক নাটকীয় মুহূর্ত।
এর আগে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি মিস করার হতাশায় পুড়েন ভিনিসিয়ুস জুনিয়র। পাঁচ মিনিট পর মুক্তার ডিয়াখাবির গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। যদিও দ্বিতীয়ার্ধে ভিনিসিয়ুস জুনিয়র গোল করে রিয়ালকে সমতায় ফেরান। কিন্তু শেষ পর্যন্ত স্বাগতিকদের হতাশ করেন হুগো দুরো। তার ইনজুরি টাইমের গোলে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।
এই হারে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়ল রিয়াল মাদ্রিদ। গুরুত্বপূর্ণ সময়ে পয়েন্ট হারিয়ে তারা এখন আরও চাপে। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষকে হারিয়ে আত্মবিশ্বাসের দারুণ জ্বালানি পেল ভ্যালেন্সিয়া।
আরএ