ম্যাচ শেষে প্রতিপক্ষ কোচের নাক চেপে দেওয়ার জন্য জোসে মরিনিয়োকে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন। এ ছাড়া তাকে আর্থিক জরিমানাও করা হয়েছে, যা ২ লাখ ৯২ হাজার ৫০০ তুর্কি লিরা (প্রায় ৭ হাজার ৮০০ মার্কিন ডলার)।
ফেনারবাচের কোচ, ৬২ বছর বয়সী মরিনিয়োকে এই শাস্তির ফলে পরবর্তী তিন ম্যাচে ড্রেসিং রুমে প্রবেশ করতে বা ডাগ আউটে থাকতে নিষেধ করা হয়েছে।
ঘটনাটি তুর্কি কাপের কোয়ার্টার-ফাইনাল ম্যাচের পরে ঘটে, যেখানে ফেনারবাচে গালাতাসারাইয়ের কাছে ২-১ গোলে হেরে যায়। ম্যাচ শেষে উত্তেজনা বাড়তে থাকে, এবং মাঠের অফিসিয়ালদের সঙ্গে হাত মেলানোর পর গালাতাসারাই কোচ ওকান বুরুককে আচমকা নাক চেপে ধরেন মরিনিয়ো। বুরুক তার নাক চেপে দেওয়ার কথা উল্লেখ করে বলেন, "এটা কোনো ভালো বা স্টাইলিশ কিছু ছিল না।"
গালাতাসারাই ক্লাব তার কোচের শারীরিক আক্রমণের অভিযোগ তোলার পর, ফেনারবাচে পাল্টা দাবি করে, বুরুকের আচরণ মরিনিয়োকে উত্ত্যক্ত করেছিল।
এই ঘটনারজন্য মরিনিয়োকে তুরস্কের প্রফেশনাল ফুটবল ডিসিপ্লিনারি বোর্ড কম শাস্তি দিয়েছে, কারণ তারা বুরুকের প্ররোচনাকে বিবেচনায় নিয়েছে।
এটি ছিল মরিনিয়োর দ্বিতীয় নিষেধাজ্ঞা, আগের নিষেধাজ্ঞায় তাকে গালাতাসারাইয়ের বিপক্ষে ম্যাচ শেষে রেফারিদের কক্ষে আপত্তিকর মন্তব্য করার জন্য চার ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল।
এসএস/এসএন