যে কারণে ১৪ দেশকে সাময়িক ভিসা নিষেধাজ্ঞা দিল সৌদি

সৌদি আরব হজ মৌসুমের আগে ১৪টি দেশের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই নিষেধাজ্ঞা ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিসার উপর প্রযোজ্য এবং এটি আগামী জুন মাসের মাঝামাঝি সময়ে প্রত্যাহার করা হতে পারে।

রোববার (৬ এপ্রিল) দ্য নিউজ ইন্টারন্যাশনাল এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। সৌদি কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, যাদের ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরব প্রবেশ করতে পারবেন।

যেসব দেশের নাগরিকদের জন্য এই সাময়িক নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে, সেগুলো হলো—পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া এবং ইয়েমেন।

ভিসা স্থগিতের পেছনের কারণ
সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই সাময়িক নিষেধাজ্ঞার পেছনে প্রধান কারণ হলো অবৈধভাবে হজ পালনের প্রবণতা। অতীতে বহু ব্যক্তি একাধিকবার প্রবেশযোগ্য ভিসা ব্যবহার করে হজ মৌসুমে সৌদি আরবে প্রবেশ করতেন এবং অবৈধভাবে থেকে গিয়ে হজে অংশগ্রহণ করতেন। এতে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকির সৃষ্টি হতো।

আরেকটি বড় কারণ হলো অবৈধ শ্রমিক হিসেবে কাজ করা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, অনেকেই ব্যবসা বা পারিবারিক ভিসা নিয়ে গিয়ে নিয়ম ভেঙে স্থানীয় বাজারে কাজ করতেন, যা শ্রম বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

নিরাপত্তা ও নিয়ন্ত্রণে জোর
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই সাময়িক নিষেধাজ্ঞা হজ মৌসুমে ভ্রমণ নিয়ন্ত্রণ সুসংহত করতে এবং নিরাপত্তা নিশ্চিত করতেই গ্রহণ করা হয়েছে। কর্তৃপক্ষ ভিসাপ্রত্যাশী ও ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সতর্ক করেছে যে, নিষেধাজ্ঞা উপেক্ষা করে কেউ অবৈধভাবে অবস্থান করলে ভবিষ্যতে তাদের ওপর পাঁচ বছরের জন্য প্রবেশ নিষেধাজ্ঞা জারি হতে পারে।

সৌদি আরবের এই সাম্প্রতিক নীতি দেশটির অভিবাসন ব্যবস্থাপনায় কঠোরতার প্রতিফলন, যার লক্ষ্য হজযাত্রী ও অন্যান্য ভিসাধারীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করা।

এদিকে, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্প্রতি একটি ডিজিটাল হজ গাইড চালু করেছে, যা ১৬টি ভাষায় উপলব্ধ। এর মধ্যে রয়েছে উর্দু, ইংরেজি, আরবি, তুর্কি, ফরাসি, ফার্সি, উজবেক ও ইন্দোনেশিয়ান ভাষা।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, এই গাইড পিডিএফ এবং অডিও ফরম্যাটে পাওয়া যাচ্ছে এবং মন্ত্রণালয়ের অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সহজেই ডাউনলোড করা যাচ্ছে। হজযাত্রীদের জন্য এই গাইড গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করছে, যাতে তারা সুশৃঙ্খলভাবে হজ পালন করতে পারেন।


এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণায় আলোচনায় ৫০টির বেশি দেশ, বলছে হোয়াইট হাউস Apr 07, 2025
img
শচীন-সৌরভ-শেহওয়াগদের আবার একসঙ্গে মাঠে দেখতে চান ধোনি Apr 07, 2025
img
ইসরায়েলে হামাসের মুহুর্মুহু রকেট হামলা Apr 07, 2025
img
বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও দেশবাসীকে শক্ত থাকার পরামর্শ ট্রাম্পের Apr 07, 2025
img
বনানীতে নিরাপত্তা কর্মী নিহত: চাপা দেওয়া গাড়ি উদ্ধার Apr 07, 2025
img
থাইল্যান্ডে রুপা জিতে দেশের নাম উজ্জ্বল করলেন সাঁতারু রাফি Apr 07, 2025
img
২৬ ম্যাচ পর পরাজয়ের স্বাদ নিল লিভারপুল Apr 07, 2025
বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপকে ইতিবাচক দেখছে সরকার Apr 07, 2025
চায়ের দোকানে বিল দেয়া নিয়ে যা ঘটলো Apr 07, 2025
আ"সা"মি পক্ষের আইনজীবী যে দাবি করেন? Apr 07, 2025