বলিউডের দুই জনপ্রিয় তারকা সালমান খান ও সঞ্জয় দত্ত আবারও একসঙ্গে পর্দা ভাগাভাগি করতে চলেছেন। দীর্ঘ সময় পর এক ছবিতে একসঙ্গে দেখা যাবে দুই নায়ককে। ছবির নাম ‘গঙ্গা রাম’। প্রযোজনায় রয়েছে সালমান খানের নিজের প্রযোজনা প্রতিষ্ঠান সালমান খান ফিল্মস।
বিশ্বস্ত সূত্র বলছে, ছবির গল্প ও চিত্রনাট্য শোনার পরই সঞ্জয় দত্ত কাজটি করতে রাজি হয়ে যান। সূত্রের ভাষ্যে, "এই ছবির সবচেয়ে বড় আকর্ষণই হলো, দুই বলিউড কিংবদন্তিকে একসঙ্গে দেখা যাবে।"
ছবিটি পরিচালনা করবেন কৃষ অহির, যিনি সালমান খানের প্রযোজনা সংস্থার সঙ্গে দীর্ঘ পাঁচ বছর যুক্ত রয়েছেন। এবারই প্রথম বড়পর্দায় পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।
এই ছবিতে থাকবে জমজমাট মারপিট, আবেগঘন মুহূর্ত আর এক ভ্রাতৃত্বের গল্প। সূত্রের মতে, এটি শুধুমাত্র একটি সিনেমা নয়, বরং দুই নায়কের একসঙ্গে ফিরে আসার এক বিশাল উৎসব।
ছবিতে থাকবে—
শক্তিশালী অ্যাকশন দৃশ্য ,ন্যায়ের জন্য লড়াই ,বন্ধুত্ব ও আত্মত্যাগের বার্তা ,এক যুগল নায়কের দৃপ্ত উপস্থিতি
পরিচালনার পাশাপাশি প্রযোজনা কাজও চলছে জোরকদমে। আগামী ২০২৫ সালের জুন-জুলাই মাসে ছবির শুটিং শুরুর কথা রয়েছে। প্রযোজনা সংস্থা এরই মধ্যে একটি বড় সহ-প্রযোজক খুঁজছে, যেন ছবির দৃশ্যমানতা ও স্কেলের দিক থেকে এটি আরও বড় আকারে উপস্থাপন করা যায়।
এই ছবি নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী।
সালমান ও সঞ্জয়কে আবার একসঙ্গে দেখার সুযোগ দর্শকদের মধ্যে যে আগ্রহ ও উন্মাদনা তৈরি করবে, তা বলাই বাহুল্য। দুই নায়কের আগুনঝরা উপস্থিতিতে ‘গঙ্গা রাম’ হতে পারে আগামী বছরের সবচেয়ে বড় চমক ও বক্স অফিস সফলতা।এই ছবি শুধু একটি গল্প নয়, বরং বলিউডের পুরনো দিনের নায়কোচিত জাঁকজমকের নতুন অধ্যায়।
এমআর/টিএ