পাকিস্তানি নাগরিকের প্রাণ বাঁচালেন ভারতীয় নৌবাহিনীর সেনারা। আরব সাগরে একটি মাছ ধরার ট্রলারে গুরুতর আহত হয়েছিলেন ওই ব্যক্তি। ট্রলারের ইঞ্জিনের কাজ করার সময়ে শরীরের হাড়ে ফাটল ধরেছিল। প্রচুর রক্তক্ষয়ও হয়।
পরে তার চিকিৎসার ব্যবস্থা করেন ভারতীয় নৌবাহিনীর আইএনএস ত্রিকাণ্ড জাহাজের সেনারা। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ভারতীয় নৌবাহিনী রবিবার জানায়, গত শুক্রবার আল ওমেদি নামের একটি ইরানি মাছ ধরার নৌকা যোগাযোগ করে আইএনএস ত্রিকাণ্ডের সঙ্গে। ওই ইরানি ট্রলারেই কাজ করছিলেন পাকিস্তানি নাগরিক।নৌবাহিনীর কাছে ওই ব্যক্তির চিকিৎসার জন্য সাহায্য চাওয়া হয়।
নৌবাহিনীকে জানানো হয়, ট্রলারের ওই কর্মী ইঞ্জিনে কাজ করার সময় আঙুলে গুরুতর চোট পেয়েছেন। তাকে ইরানমুখী অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হয়েছে। সেই তথ্য পেয়ে আইএনএস ত্রিকাণ্ড দ্বিতীয় ট্রলারে পৌঁছয়।সেখানে আহত পাকিস্তানি নাগরিকসহ ১১ জন পাকিস্তানি ছিলেন।
এরপর নৌবাহিনীর কমান্ডো দল মার্কোসের সেনাদের সঙ্গে নিয়ে আইএসএন ত্রিকাণ্ডের মেডিক্যাল অফিসার ওই মাছ ধরার ট্রলারে যান। ওই পাকিস্তানি নাগরিকের চিকিৎসা করা হয় সেখানেই। তিন ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর রক্তক্ষরণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রতিবেদন অনুসারে, নৌবাহিনীর সেনারা এই সাহায্য না করলে ওই ব্যক্তির আঙুল সম্পূর্ণ বাদ দিতে হতো।ক্ষত স্থানে গ্যাংগ্রিন হওয়ার আশঙ্কা ছিল বলেও জানিয়েছেন নৌবাহিনীর এক মুখপাত্র। অস্ত্রোপচারের পর ওই আহত পাকিস্তানি নাগরিককে অ্যান্টিবায়োটিক ও অন্যান্য ওষুধও দেওয়া হয়।
এমআর/টিএ