অবসর নিয়ে গুঞ্জন, মুখ খুললেন ধোনি

আইপিএলের সর্বশেষ কয়েকটা আসরে মহেন্দ্র সিং ধোনিকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্নটা সম্ভবত, কবে অবসর নেবেন! এবারের আসরে নিজের ছায়া হয়ে আছেন চেন্নাই সুপার কিংসের সাবেক এই অধিনায়ক। আবারও জোরালো হচ্ছে ধোনির অবসরের গুঞ্জন। কেউ কেউ এমনও বলছেন, আরও আগেই ক্রিকেট ছাড়া উচিত ছিল ধোনির।  ছাড়া উচিত ছিল ধোনির।

এর মধ্যেই গতকাল শনিবার প্রথমবার আইপিএলে ধোনির খেলা দেখতে এসেছিলেন তার বাবা পান সিং এবং মা দেবকী। তার আগে ধোনির স্ত্রী সাক্ষী ধোনি এবং মেয়ে জিভার কথোপকথনের মধ্যে ‘শেষ ম্যাচ’ শব্দ দু’টি ভাইরাল হয়। তা থেকে ক্রিকেটপ্রেমীদের একাংশ মনে করেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ খেলেই অবসর ঘোষণা করবেন মাহি। এবার ধোনি নিজেই তা নিয়ে মুখ খুললেন।
 
কনটেন্ট ক্রিয়েটর রাজ শামানির সঙ্গে পডকাস্টে অবসর নিয়ে মুখ খুলেছেন ধোনি। জানিয়েছেন আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নিতে চান না। ভারতের সাবেক অধিনায়ক বলেছেন, ‘এখনই অবসর নিয়ে ভাবছি না। এখনও আইপিএল খেলছি। বিষয়টা সাধারণ ভাবেই দেখছি। শুধু আইপিএলেই ক্রিকেট খেলি।

এখন আমার বয়স ৪৩। ২০২৫ সালের আইপিএল শেষ হওয়ার সময় আমার বয়স হবে ৪৪। তারপর ১০ মাস সময় পাব ভাবার। আরও খেলব না ছেড়ে দেব, তখন ভাবব। আসলে সিদ্ধান্তটা আমি নেব না। আমার শরীর নেবে। সব মিলিয়ে বছরখানেক আছে হাতে। দেখা যাক।’
 
ধোনি হয়তো বলতে চেয়েছেন, শরীর টি-টোয়েন্টি ক্রিকেটের ধকল নিতে পারলে আইপিএলে খেলা চালিয়ে যাবেন। নাহলে অবসরের কথা ভাববেন। আপাতত এবারের আইপিএল উপভোগ করতে চাইছেন। ধোনি বলেন, ‘এখন আইপিএল উপভোগ করতে চাইছি। ছোটবেলায় স্কুলে পড়ার সময় যেমন উপভোগ করতাম, এখনও তেমনই করছি।

তখন একটা কলোনিতে থাকতাম আমরা। রোজ বিকাল ৪টার সময় খেলতে যেতাম। প্রায় দিনই ক্রিকেট খেলতাম। আবহাওয়া ঠিক না থাকলে ফুটবল খেলতাম। আমি ওই রকম সরলভাবে খেলতে চাই। যদিও কথাটা বলা যত সহজ, কাজে করা তত সহজ নয়।’

কিছু দিন আগেও একবার ধোনি বলেছিলেন, আর যে ক’বছর ক্রিকেট খেলবেন, শিশুর মতো উপভোগ করতে চান। ২০১৯ সালের পর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি ধোনি। এখন আর ঘরোয়া ক্রিকেটও খেলেন না। শুধু আইপিএলেই দেখা যায় ৪৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটারকে।


এমআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ Apr 17, 2025
img
দেশ গঠনের যে সুযোগ তৈরি হয়েছে, তা কাজে লাগাতে চাই : নজরুল ইসলাম খান Apr 17, 2025
img
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত Apr 17, 2025
img
কিছু চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ২৪৫ শতাংশ শুল্ক আরোপ Apr 17, 2025
img
শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে পলিটেকনিক শিক্ষার্থীরা Apr 17, 2025
img
অভিনয় ছাড়ার ইঙ্গিত অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেটের Apr 17, 2025
img
দেশের ২৭ জেলায় আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা Apr 17, 2025
img
ডেসটিনির রফিকুলের নেতৃত্বে ‘আ-আম জনতা পার্টি’র আত্মপ্রকাশ Apr 17, 2025
img
১৪০ কোটি ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুকের পদক্ষেপ! Apr 17, 2025
img
চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকান্ড Apr 17, 2025