হলিউডের জনপ্রিয় ও অস্কারজয়ী অভিনেত্রী কেট ব্ল্যানচেট ইঙ্গিত দিলেন অভিনয় থেকে অবসরের। এ অভিনেত্রীর ভক্ত অনুরাগীর সংখ্যাও অনেক। জনপ্রিয় এই তারকার হঠাৎ অবসরের ইঙ্গিতে ভক্তদের মাঝে দেখা দিয়েছে বিস্ময় ও হতাশা। রেডিও টাইমসের বরাত দিয়ে ১৫ এপ্রিল খবরটি জানিয়েছে দ্যা গার্ডিয়ান।
সাক্ষাৎকারে ব্ল্যানচেট বলেন, ‘আমি যখনই বলি অভিনয় ছেড়ে দেবো, তখন আমার পরিবারের লোকজন তা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমি অভিনয় ছেড়ে দেওয়ার বিষয়ে সিরিয়াস। এটি ছাড়াও জীবনে আমি অনেক কিছু করতে চাই।'
এছাড়া বর্তমানে তার তিনটি চলচ্চিত্রের প্রযোজনা চলছে। সেগুলো হলো জিম জারমুশের ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’ (এই বছরের শেষের দিকে মুক্তি পাবে), সায়েন্স ফিকশন কমেডি ‘আলফা গ্যাং’ এবং বেন স্টিলারের ‘দ্য চ্যাম্পিয়নস’। তারপরও তিনি জোর দিয়ে বলেন, এবার তার অবসরের পরিকল্পনা গুরুতর।
দুইবারের অস্কারজয়ী এই অভিনেত্রী জাতিসংঘের হয়ে কাজ করেন, একটি অত্যন্ত সমৃদ্ধ প্রযোজনা সংস্থা পরিচালনা করছেন।
এমনকি বর্তমানে তার তিনটি চলচ্চিত্রের প্রযোজনা চলছে। সেগুলো হলো জিম জারমুশের ‘ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার’ (এই বছরের শেষের দিকে মুক্তি পাবে), সায়েন্স ফিকশন কমেডি ‘আলফা গ্যাং’ এবং বেন স্টিলারের ‘দ্য চ্যাম্পিয়নস’।
আরএম/টিএ