ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কোতে হাজার হাজার মানুষের সমাবেশ

গাজা উপত্যায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে মরক্কোর রাজধানী রাবাতে হাজার হাজার মানুষ সমাবেশ করেছেন। রোববার রাজধানী রাবাতে অনুষ্ঠিত এই সমাবেশকে গত কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনিদের সমর্থনে সবচেয়ে বড় জমায়েত বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা।
 
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাসের যুদ্ধবিরতির পর গাজা উপত্যকায় পুনরায় ইসরায়েলি বাহিনীর অভিযানের প্রতিবাদে মরক্কোতে হাজার হাজার মানুষ বিক্ষোভ সমাবেশ করেছেন। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এই বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন।
গত কয়েক মাসের মধ্যে রাজধানী রাবাতে সবচেয়ে বড় ফিলিস্তিনপন্থি এই বিক্ষোভের ডাক দিয়েছিল দেশটির ইসলামপন্থী-সংখ্যাগরিষ্ঠ জোট জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি।
 
রাবাতে মরক্কোর সংসদ ভবন লাগোয়া মোহাম্মদ ভি অ্যাভিনিউয়ে সমাবেশের সময় বিক্ষোভকারীদের ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায়। এ সময় অনেকে ড্রাম বাজিয়ে ফিলিস্তিনিদের সমর্থনে অবিলম্বে ইসরায়েলি হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানান।

মোহাম্মদ ভি অ্যাভিনিউয়ে বিক্ষোভে অংশ নেওয়া মরক্কানদের হাতে ফিলিস্তিনের জাতীয় পতাকার পাশাপাশি ইসরায়েলি হামলায় নিহত হামাসের প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছবি দেখা যায়। এ সময় দেড় বছর ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনে নিহত হাজার হাজার মানুষের প্রতীক হিসাবে শিশুরা লাল রঙের কাপড় হাতে নিয়ে বিক্ষোভ করেন।
 
গত ১৮ মার্চ গাজা উপত্যকায় নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। তখন থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর নির্বিচার হামলায় গাজায় এখন পর্যন্ত এক হাজার ৩৩০ ফিলিস্তিনি প্রাণহানি ঘটেছে বলে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলার পর সেদিনই গাজায় যুদ্ধ শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসের ওই হামলায় ইসরায়েলে ১ হাজার ২১৮ জন নিহত হন; যাদের বেশিরভাগ বেসামরিক।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত গাজায় ৫০ হাজার ৬৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও লাখ লাখ মানুষ।



এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বাংলাদেশ থেকে আম-আলু-লিচু নিতে চায় সিঙ্গাপুর : বাণিজ্য উপদেষ্টা Apr 08, 2025
img
অর্থদাতাদের নাম যে কারণে প্রকাশ করতে চাইছে না এনসিপি Apr 08, 2025
img
ট্রাকচাপায় প্রাণ গেল দুই জনের, আহত ৪ Apr 08, 2025
img
ঐকমত্যের সংলাপ: দ্বিকক্ষ সংসদের বিপক্ষে নাগরিক ঐক্য Apr 08, 2025
রাখাইনের মানবিক সংকট মোকাবিলার জন্য আন্তর্জাতিক সাহায্যের বিকল্প নেই Apr 08, 2025
img
ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান নিয়ে ভুল প্রচারণা Apr 08, 2025
img
আটক ছাত্রদল নেতাকে থানা থেকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা Apr 08, 2025
img
সব সংস্কার করেন, কিন্তু সংবিধানে হাত দেবেন না: বিএনপি নেতা Apr 08, 2025
img
দেশকে দুর্নীতিমুক্ত করতে সিঙ্গাপুর মডেল অনুসরণ প্রয়োজন : স্বরাষ্ট্র উপদেষ্টা Apr 08, 2025
img
সহজে তৈরি করুন মালাই কুলফি Apr 08, 2025