নাটোর থেকে প্রকাশিত দৈনিক প্রান্তজনের সম্পাদক, কবি ও শিক্ষক সাজেদুর রহমান সেলিমের উপর হামলা চালিয়েছে বিএনপির কর্মীরা। হামলায় তার দুই হাত ভেঙে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (৬ মার্চ) বিকেলে চন্দ্র কলা বাজারে, যেখানে বিএনপির ৮-১০ জন সন্ত্রাসী সেলিমকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এই ঘটনায় বিএনপির দুই কর্মী আব্দুল ওহাব এবং আক্কাস আলি আটক করা হয়েছে। তারা দুজনেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে। যৌথবাহিনী অভিযান চালিয়ে তাদের আটক করে, যদিও এখনও পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। তবে সোমবার সকালে নাটোর সদর থানায় এজাহার দাখিল করার কথা রয়েছে।
স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। নাটোর থানার ওসি মাহাবুর রহমান জানিয়েছেন, হামলার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
এসএস/এসএন