বলিউড পরিচালক মোহিত সুরি সম্প্রতি জানিয়েছেন, তিনি এবং অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এই মুহূর্তে কোন নতুন প্রোজেক্টে একসঙ্গে কাজ করছেন না।
মোহিত সুরি তার মন্তব্যে স্পষ্ট করেছেন, "অনেকদিন ওর সঙ্গে কথাও হয়নি" এবং বর্তমানে তাঁদের মধ্যে কোনো নতুন চলচ্চিত্রের পরিকল্পনা নেই।
Aashiqui 2, Ek Villain, Half Girlfriend — এই সব ইমোশনাল ব্লকবাস্টারে যাঁরা একসঙ্গে দর্শকের মন কেঁড়েছিলেন, Shraddha Kapoor ও পরিচালক Mohit Suri। তবে, পরিচালক ও অভিনেত্রী একসাথে কাজ করবেন কিনা, তা সময় বলবে।