অক্ষয় কুমারের নতুন সিনেমার লুকে অবাক নেটিজেন

‘কেশরী চ্যাপ্টার ২’ সিনেমায় জুটিবদ্ধ হচ্ছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমার এবং পরিচালক কর্ণ জোহর। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে স্বাধীনতা সংগ্রামকালীন গল্পের সিনেমাটি। ৬ বছর আগে অক্ষয় কুমার এবং পরিণীতি চোপড়া অভিনীত ‘কেশরী’ সিনেমার দ্বিতীয় কিস্তি ‘কেশরী ২’।

কথাকলি নৃত্যশিল্পীর সাজপোশাকের ছবি প্রকাশ্যে অক্ষয়ের! বলিউডে গুঞ্জন উঠেছিল অভিনয় ছেড়ে দিচ্ছেন অক্ষয়। কারণ অনেক দিন ধরেই একের পর এক ছবি ব্যর্থ হচ্ছে। তবে হার না মানা অক্ষয় ফিরলেন নতুন সিনেমা নিয়ে।

৯ এপ্রিল ‘কেশরী ২’-এর ফার্স্ট লুকে প্রকাশ্যে এনেছেন বলিউডের খিলাড়ি কুমার। সেখানেই অক্ষয় কথাকলি নৃত্যশিল্পীর পোশাকে দেখা যায়। মুখে নৃত্যশৈলীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ বিশেষ মেকআপে তাকে চেনাই দায়। অভিজ্ঞ নৃত্যশিল্পী চরিত্রে আপাদমস্তক নিখুঁতভাবে সেজেছেন নিজেকে।



বিভিন্ন ছবিতে বহু রূপে নিজেকে মেলে ধরেছেন অক্ষয় কুমার। কখনো সৈনিক, কখনো বিজ্ঞানী, কখনো সাধারণ স্ত্রী ভক্ত স্বামী, কখনো প্রেমিক,পুলিশ অথবা মহারাজা। পর্দায় বিভিন্ন রূপে তাকে দেখে কখনও মুগ্ধ অনুরাগীরা, কখনও বিস্মিত। তবে আজ (বুধবার) যেমন ভিন্ন রূপে সামনে এলেন তিনি, তা দেখে নেটিজেনের চক্ষু চড়কগাছ!

অক্ষয় ছবিটি পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘এটি শুধু পোশাক নয়। এটি আমার জাতির প্রতীক। সি শঙ্কর নায়ার কোনোদিন অস্ত্র হাতে লড়াইয়ে নামেননি।’

এরপর তিনি লেখেন, ‘যার জীবন নিয়ে ছবি তৈরি হয়েছে, সেই সি শঙ্কর নায়ার বরাবর আইনি পথে ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ১৮ এপ্রিল বড় পর্দায় তাকে সেই রূপে তুলে ধরা হবে, যা পাঠ্যপুস্তকে কখনও বলা হয়নি।’

এক মিনিট ৩৯ সেকেন্ডের এক ঝলকও প্রকাশ্যে এসেছে। তা দেখে সিনেমা নিয়ে এখন চর্চা দ্বিগুণ। তবে ভক্তদের কৌতুহল কমেনি। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আর মাধবান, অনন্যা পান্ডে সহ বেশ কিছু বিদেশী শিল্পীরাও। তবে অক্ষয়ের চরিত্র কেমন হবে, এখনো তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই বিষয়ে এখনও মুখ খোলেননি অক্ষয় নিজেও।

এফপি 

Share this news on: