‘তোমরা আমাদের হৃদয়ে আছো’, ফিলিস্তিনিদের নিয়ে জামাল

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে, এবং গত একদিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। এর ফলে গাজার প্রাণহানির সংখ্যা প্রায় ৫০ হাজার ৭০০-এ পৌঁছেছে। ইসরায়েলি সেনারা একে একে গাজার আবাসিক ভবন ও অস্থায়ী তাঁবুতে হামলা চালিয়ে বহু মানুষের জীবন কেড়ে নিয়েছে। এছাড়া অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন এবং তাদের সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যাচ্ছে। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

গাজার স্বাস্থ্য সেবা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং চিকিৎসকদেরও রক্ষা মিলছে না। এমন মানবিক বিপর্যয়ের প্রতিবাদে বিশ্বব্যাপী কর্মবিরতির আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশেও অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, এবং অনেক মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন।

ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ক্রীড়াঙ্গনের তারকারা প্রতিবাদ জানাচ্ছেন, তার মধ্যে বাংলাদেশের ফুটবল তারকা জামাল ভূইয়া অন্যতম। জামাল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিন ফুটবল দলের সঙ্গে বাংলাদেশের ম্যাচের একটি মুহূর্তের ছবি পোস্ট করে লিখেছেন, "সবসময়ই তোমরা আমাদের মনে ও হৃদয়ে আছো। ভালো সময়ের জন্য দোয়া করছি।"


এসএস/এসএন

Share this news on: