সড়ক উন্নয়নে আসছে ২ হাজার কোটি টাকার সুকুক বন্ড

সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ২ হাজার কোটি টাকার ৬ষ্ঠ ‘বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক বন্ড’ ছাড়তে যাচ্ছে সরকার। বুধবার (৯ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানায়, রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্পের বিপরীতে এ সুকুক বন্ড ইস্যু করা হবে। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সভাপতিত্বে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে শরীয়াহ্ অ্যাডভাইজরি কমিটির প্রথম সভায় সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়। ৭ বছর মেয়াদী এই সুকুক ইসতিসনা ও ইজারাহ শরীয়াহ্-সম্মত পদ্ধতিতে ইস্যু করা হবে। যার মাধ্যমে রাজশাহী বিভাগের ৮ জেলার ৬৫টি উপজেলায় পল্লী সড়ক প্রশস্ত ও শক্তিশালী করা হবে।

এ সামাজিক উন্নয়নমুখী প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনপদের সড়ক অবকাঠামোর উন্নয়ন হবে। যার মাধ্যমে সড়ক নিরাপত্তা ও ধারণক্ষমতা বাড়ানোর পাশাপাশি কৃষি ও অকৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হবে। ফলে উৎপাদন, বাজারজাতকরণ ও পরিবহন কার্যক্রমে গতি আসবে এবং স্বল্প ও দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সুকুকটির নামকরণ করা হয়েছে ‘RDIRWSP Socio-Economic Development Sukuk’। আগামী মে মাসের মধ্যে এ সুকুক বন্ড ইস্যুর পরিকল্পনা রয়েছে সরকারের।

এফপি 

Share this news on: