জামিলের স্ত্রী কে এই মুনমুন?

বিয়ের পিঁড়িতে বসেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জামিল হোসেন। দীর্ঘদিনের প্রেমিকা, অভিনেত্রী মুনমুন আহমেদ মুন-এর সঙ্গে তার এই সম্পর্ক পরিণয়ে রূপ নিয়েছে।

রোববার রাতে অভিনেত্রী মনিরা মিঠু সামাজিক মাধ্যমে জামিল ও মুনমুনের বিয়ের একটি ভিডিও শেয়ার করেন। জানা গেছে, তাদের বিয়ে দুই পরিবারের সম্মতিতে হয়েছে। ভিডিওতে দেখা যায়, লাল ট্র্যাডিশনাল শাড়িতে সাজানো মুনমুন এবং সাদা শেরওয়ানিতে জামিল। দুজনের মুখেই হাসি ছিল। এরপর বিয়ের ছবি নিজের প্রোফাইলে শেয়ার করেন জামিল ও মুনমুন। জামিল লেখেন, 'আলহামদুলিল্লাহ', আর মুনমুন লেখেন, 'আমাদের জন্য দোয়া করবেন।'

মুনমুন ও জামিল হোসেন একসঙ্গে অনেক নাটকে কাজ করেছেন, এবং সেখান থেকেই তাদের পরিচয়। এছাড়া তারা একসঙ্গে একটি রোমান্টিক গানে পর্দা ভাগ করেছেন।

মুনমুন আহমেদ মুন ঢাকায় বেড়ে ওঠা এক অভিনেত্রী। তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে বিবিএ স্নাতক সম্পন্ন করেন এবং মালয়েশিয়ায় মাহশা ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা নেন। মুনমুন বিজ্ঞাপন মডেল হিসেবেও পরিচিতি পেয়েছেন, এবং ১৫টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছেন। এছাড়াও, তিনি নাটকে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন।

তবে শুধু বিজ্ঞাপন ও নাটকে সীমাবদ্ধ থাকেননি মুনমুন, তিনি ‘কাগজ’ নামের একটি সিনেমাতেও অভিনয় করেছেন। যদিও সিনেমায় কাজের সুযোগ আগেই পেলেও, তিনি কিছুটা সময় নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন।

বর্তমানে মুনমুন আহমেদ মুনের ফেসবুকে প্রায় দুই লাখ ফলোয়ার রয়েছে, আর ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা তিন লাখ ছুঁই ছুঁই।


এসএস/এসএন

Share this news on: