অনুষ্ঠিত হয়ে গেল ইন্ডিয়ান আইডল সিজন ১৫-এর গ্র্যান্ড ফিনালে। প্রথমবার কোনো বাঙালির হাতে উঠেছে ইন্ডিয়ান আইডলের ট্রফি। আর এই অসাধ্য সাধন করেছেন মানসী ঘোষ।
উত্তর চব্বিশ পরগনা জেলার, উত্তর দমদম পৌরসভার অন্তর্গত, নিমতা পাইকপাড়ার বাসিন্দা মানসী।
সেখানেই বেড়ে ওঠা, পড়াশোনা। মঞ্চে উঠে মানসী যখন ইন্ডিয়ান আইডলের ট্রফি নিচ্ছিলেন, তখন সামনে দাঁড়িয়ে কাঁদছিলেন তার বাবা-মা-মাসি, আর সঙ্গে টিভির অপর প্রান্তে বসে চোখ ভিজেছিল বাঙালিরও।
ইন্ডিয়ান আইডলের ট্রফির পাশাপাশি বেশ কিছু প্লেব্যাকের অফারও এসেছে মানসীর ঝুলিতে। ফাইনালের দিনই তার সঙ্গে গান গাইবেন বলে জানিয়ে দেন বাদশা।
ইতিমধ্যেই শানের সঙ্গে একটি গান রেকর্ড করে ফেলেছেন। একটি বাংলা সিঙ্গেলেও থাকছে তার কণ্ঠ।
বিজয়ী হয়ে ট্রফি তো পেয়েছেনই মানসী, সঙ্গে নগদ অর্থ পেয়েছেন ২৫ লাখ রুপি। এছাড়াও একটি নামি ইলেকট্রনিক্স কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে একটি গিফট কুপন।
তবে খালি হাতে ফেরেননি দ্বিতীয় ও তৃতীয় স্থানে আসা শুভজিৎ ঘোষ ও স্নেহা শঙ্কর। তারা দুজনেই পেয়েছেন ৫ লাখ রুপির চেক।
প্রথম থেকেই ইন্ডিয়ান আইডলে ছিল বাঙালিদের জয়জয়কার। সিজন ১৫-র সেরা পনেরো-তে জায়গা করে নিয়েছিলেন বাংলার ৭ তারকা। শুভজিৎ চক্রবর্তী, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, মানসী ঘোষ, প্রিয়াংশু দত্ত, সৃজন পোরেল, রঞ্জিনী সেনগুপ্ত, ময়ূরী সাহা-রা।
ফাইনালের সেরা ৫-এ পৌঁছান ৩ জন, মানসী-শুভজিৎ ও প্রিয়াংশু।
এসএন