চলতি বছর জানুয়ারিতে টালিউড ইন্ডাস্ট্রির পরিচালক ও অভিনেতা শিবপ্রসাদ মুখার্জিকে হুমকি দেয়ার বিষয়টি নিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তখন এ পোস্ট প্রকাশ্যে আনেন তার স্ত্রী চিত্রনাট্যকার ও সাংবাদিক জিনিয়া সেন। অভিযোগ উঠেছিল, টালিউড তারকা দেবের ফ্যান ক্লাবের পক্ষ থেকে হুমকি দেয়া হয়েছে শিবপ্রসাদকে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে জিনিয়ার আপত্তিকর ছবি। এবার এসব ঘটনার প্রতিবাদে সাইবার ক্রাইম দপ্তরে অভিযোগ জানানোর পর রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করলেন শিবপ্রসাদ-জিনিয়া দম্পতি। এ ঘটনার তদন্তে আলিপুর আদালতে নিজের বক্তব্যও রেকর্ড করেছেন জিনিয়া।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শনিবার (৫ এপ্রিল) আদালতে জুডিশিয়াল মেজিস্ট্রেটের সামনে পুরো ঘটনা জানান জিনিয়া। তার বক্তব্য রেকর্ড করা হয়। তদন্ত প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্যই নিজের বক্তব্য রেকর্ড করিয়েছেন জিনিয়া।
এর আগে জানুয়ারির ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিন্দার বন্যা বয়েছিল। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিও উঠে। এছাড়া ইন্ডাস্ট্রিরও অনেকেই পাশে দাঁড়িয়েছিল শিবপ্রসাদ-জিনিয়া দম্পতির। তবে পুরো সময় নীরব ভূমিকায় ছিলেন অভিনেতা দেব। যা দৃষ্টি এড়ায়নি নেটিজেনদের।
অভিযুক্তদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার জন্য লালবাজার সাইবার অপরাধদমন শাখায় অভিযোগ জানান শিবপ্রসাদ-জিনিয়া। এরপরই নড়েচড়ে বসে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ।
প্রসঙ্গত, দেব অভিনীত ‘খাদান’ সিনেমা মুক্তির পর প্রেক্ষাগৃহ পরিদর্শনে গিয়ে দেব বলেছিলেন, ‘বহুরূপী’ চব্বিশের বিগেস্ট হিট। এই সাফল্য ‘খাদান’কে দর্শক টানতে সাহায্য করেছে। কিন্তু হঠাৎই দেবভক্তরা আক্রমণ করতে থাকে শিবপ্রসাদকে। এ পরিচালককে ট্যাগ করে একাধিক মন্তব্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তার স্ত্রী জিনিয়া।
এফপি/টিএ