শাহরুখের ছবিতে সুহানার মায়ের চরিত্রে দীপিকা?

কন্যা দুয়াকে নিয়ে ব্যস্ত দীপিকা পাড়ুকোন। এখনই অভিনয়ে ফেরার কোনও পরিকল্পনা নেই। মা হিসেবে দুয়ার বেড়ে ওঠার সাক্ষী থাকতে চান আপাতত। তাই মাতৃত্বকালীন ছুটিতে রয়েছেন অভিনেত্রী। তবে পর্দায় মায়ের চরিত্রে অভিনয় করার সুযোগ ছাড়তে পারলেন না দীপিকা। এ বার তিনি সুহানা খানের মা হয়ে উঠবেন পর্দায়।

বহু দিন ধরেই দর্শকদের মধ্যে জল্পনা ‘কিং’ ছবি নিয়ে। প্রথমে পরিচালনা করার কথা ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে ছবির পরিচালনার ভার যায় সিদ্ধার্থ আনন্দের কাছে। প্রথম বার বাবার সঙ্গে এক ছবিতে কাজ করছেন সুহানা। বড় পর্দায় এটাই তাঁর প্রথম কাজ। এ বার শোনা যাচ্ছে, একটি ক্যামিয়ো চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। তিনি নাকি সুহানার মায়ের চরিত্রে অভিনয় করবেন। সেই চরিত্র আবার শাহরুখের প্রাক্তন প্রেমিকারও। ক্যামিয়ো চরিত্র হলেও খুবই গুরুত্বপূর্ণ বলেও জানা যাচ্ছে।

সিদ্ধার্থ আনন্দের ছবিতে সুযোগ পেয়ে তা আর ফেরাননি দীপিকা। প্রথম থেকেই শাহরুখ ও সিদ্ধার্থ এই চরিত্রের জন্য দীপিকাকেই ভেবেছিলেন বলে জানা যাচ্ছে। প্রথমে সুহানার বাবা ও মায়ের চরিত্রে অভিনয় করার কথা ছিল সইফ আলি খান ও তব্বুর। ছবিতে মূল খলনায়কের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। অভয় বর্মাকেও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে জানা যাচ্ছে। ছবিটি ২০২৬-এ মুক্তি পাওয়ার কথা।

‘কিং’ ছাড়াও আরও একটি ছবিতে ক্যামিয়ো অভিনয় করার কথা দীপিকার। রণবীর কপূর ও আলিয়া ভট্টের ছবি ‘লভ অ্যান্ড ওয়ার’-এ দেখা যেতে পারে তাঁকে। রণবীরের সঙ্গে নাকি এই ছবিতে তাঁর একটি অতি ঘনিষ্ঠ দৃশ্য থাকবে।

এফপি/টিএ 


Share this news on:

সর্বশেষ

img
ভাসানচরকে হাতিয়ার দাবি করে হান্নান মাসউদের পোস্ট, সমালোচনা Apr 07, 2025
img
ফের ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী Apr 07, 2025
রাজু ভাস্কর্যে কেন গণপিটুনির শিকার ঢাবি শিক্ষার্থী? Apr 07, 2025
পান্তা ভাতের সঙ্গে ভর্তা-মরিচ খেলে তো অসুবিধা নেই: উপদেষ্টা ফরিদা Apr 07, 2025
ফিলিস্তিনেও একদিন জুলাই আসবে আশা করেন আখতার হোসেন Apr 07, 2025
img
নতুন সিনেমায় মোশাররফ করিম Apr 07, 2025
প্ল্যাকার্ড হাতে জাবি শিক্ষার্থীদের বিক্ষোভ Apr 07, 2025
নিষেধাজ্ঞা থেকে মুক্ত হলেন নাসির, মাঠে ফিরেই দেখালেন জাদু! Apr 07, 2025
img
শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় নববর্ষ উদযাপনের নির্দেশ Apr 07, 2025
img
সমালোচিত হয়ে চেন্নাইয়ের বিশ্লেষণ থেকে পিছু হটলেন অশ্বিন Apr 07, 2025