বুলিং নিয়ে এখন সমস্যা নেই

তারকারা, বিশেষ করে অভিনেত্রীরা সামাজিক যোগাযোগমাধ্যমে হামেশাই বুলিংয়ের শিকার হন। বলিউড অভিনেত্রী সারা আলী খানও এর বাইরে নন। তিনি তাঁর ব্যক্তিগত আর পেশাগত জীবন নিয়ে প্রায়ই বুলিংয়ের মুখোমুখি হন। তবে সারা এখন এসবকে মোটেও পাত্তা দেন না বলে জানিয়েছেন।
 
মুম্বাইয়ের স্থানীয় একটি গণমাধ্যমের অনুষ্ঠানে সারা আলী খান বলেন, ‘প্রথমত, আমাকে আমার ধর্মের কারণে বুলিং করা হয়। ধর্ম নিয়ে নানান কথা শুনতে হয়। কিন্তু এমন কথায় এখন আমার কোনো যায়–আসে না। আমার কাজ নিয়ে কারও কোনো সমস্যা থাকলে নিশ্চয় আমাকে বলতে পারেন। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে কেউ কিছু মন্তব্য করলে, তা সহ্যের বাইরে চলে যায়। বুলিংয়ের সঙ্গে লড়াই করতে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে মেডিটেশন। মেডিটেশনের মাধ্যমে আমি বুঝতে পারি কোনটি আসল, কোনটি আসল নয়।’

‘বুলিং আমার জন্য কখনো সমস্যা ছিল না, সমস্যা ছিল আমার আবেগ। আমি ভাবতাম যে মানুষটা কি ঠিক কথাই বলছেন! এখন আমি আর এসব ভাবি না। “আমিই সেরা”—এ ভাবনা যেমন মাথা থেকে বের করে দিয়েছি, তেমনি “আমিই সবচেয়ে বাজে”—এ চিন্তাভাবনাও বের করে দিয়েছি। আমি যখন যেটা করি, তখন সেটাতেই শুধু ফোকাস করি,’ বললেন সারা।সারাকে কিছুদিন আগে ‘স্কাই ফোর্স’ ছবিতে দেখা গেছে। অক্ষয় কুমার অভিনীত ছবিটি এখন ওটিটিতে মুক্তি পেয়েছে। এ ছবিতে বীর পাহাড়িয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সারা।
 
নিজের অভিনয়জীবন প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ‘এটা সত্য যে একজন অভিনেতা হিসেবে আমি এখনো শীর্ষে যেতে পারিনি। কিছু মানুষ কিছু শিল্পীকে পছন্দ করেন, আবার কিছু শিল্পীকে করেন না। এটা মেনে নিতে হবে। নিয়েছিও। একজন অভিনয়শিল্পী হিসেবে আমাকে আরও দীর্ঘ পথ পার হতে হবে। এখনো আমার অনেক কিছু করা বাকি আছে।’

আগামী দিনে সারাকে রোমান্টিক ছবি ‘মেট্রো ইন দিনোঁ’তে দেখা যাবে। অনুরাগ বসু পরিচালিত এ ছবিতে সারা ছাড়া আছেন অনুপম খের, আদিত্য রায় কাপুর, পঙ্কজ ত্রিপাঠি, নীনা গুপ্তা, কঙ্কণা সেনশর্মা, আলী ফজল, ফাতিমা সানা শেখ। ২০০৭ সালে মুক্তি পাওয়া ‘লাইফ ইন আ মেট্রো’র সিকুয়েল এ ছবি। ‘মেট্রো ইন দিনোঁ’ ৪ জুলাই বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা।



এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
গাজায় আপাতত ত্রাণ যাবে না : ইসরায়েলের সেনাবাহিনী Apr 07, 2025
img
সিলেটসহ দেশের অন্যান্য স্থানে হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ Apr 07, 2025
img
শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের পরিবর্তে নতুন সংঘ গঠিত হতে পারে : বুলবুল Apr 07, 2025
img
প্রবেশপত্রে ভুল, প্রধান শিক্ষকের কক্ষে তালা Apr 07, 2025
img
মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় আহত ইউপি সদস্যের মৃত্যু Apr 07, 2025
img
পার্টিতে গিয়ে ফেঁসে গেলেন অক্ষয়পুত্র! Apr 07, 2025
img
‘স্বাধীনতা কনসার্ট’ সাময়িক স্থগিত Apr 07, 2025
img
ঢাকা থেকে নবজাতক ‘চুরি’ করেন স্বামী, রাজবাড়ীতে শিশুসহ আটক স্ত্রী Apr 07, 2025
img
অনিশ্চয়তায় ১০ হাজার কোটির শিপমেন্ট Apr 07, 2025
img
জাটকা সংরক্ষণ সপ্তাহ ঘোষণা, সাগরে মাছ ধরা নিষিদ্ধ থাকবে ৫৮ দিন Apr 07, 2025