ভারতীয় বিশ্বকাপজয়ী সাবেক সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ২০২০ সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও এখনও আইপিএল খেলে যাচ্ছেন। ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটারকে ভারতে তার দেখা সেরা চার ক্রিকেটার সম্পর্কে জিজ্ঞেস করা হয়।
সম্প্রতি রাজ শামানির ইউটিউব পডকাস্টে এক প্রশ্নের জবাবে মহেন্দ্র সিং ধোনি জানান, ‘আমি শুধু আমার ভারতীয় খেলোয়াড়দেরকেই বেছে নেব। ওপেনিংয়ে বীরেন্দ্র সেহবাগ ও শচীন টেন্ডুলকার, তিন নম্বর পজিশনে সৌরভ গাঙ্গুলী। কিন্তু ক্রিকেট তো একটা চড়াই-উতরাইয়ের খেলা। তাই এটা নির্বাচন করা খুব কঠিন। তবে বড় হয়ে ওঠার সময় আমরা সকলেই এই খেলোয়াড়দের পারফর্ম করতে দেখেছি।’
ধোনি আরও স্মরণ করেন যুবরাজ সিংহের সেই ঐতিহাসিক ছয় ছক্কার ইনিংস ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে, যা তিনি নিজে উইকেটে থেকে প্রত্যক্ষ করেছিলেন।
তিনি বলেন, যখন যুবরাজ সিং ছয়টা ছক্কা মারছিল, তখন মনে হচ্ছিল, কারও খেলা দেখারই দরকার নেই। সুতরাং ব্যাপারটা এমন নয় যে কাউকে বেছে নিতে হবে, বরং সকলের খেলা উপভোগ করা যায় না? ওরা সকলেই ভারতের জন্য অবদান রেখেছে। ওরা নিশ্চিত করেছে আমরা অনেক টুর্নামেন্টে জিততে পারি, যেখানেই আমরা খেলি।’
ভারতীয় সেরা একাদশ বাছাই প্রসঙ্গে ধোনি বলেন, ‘আগে সব কিছু ধরা পড়ত না (যেমন এখন ধরা পড়ে)। অনেক পারফরম্যান্স হয়তো আমি জানিই না, এমন অনেক প্রজন্ম আছে যাদের খেলা আমি দেখিনি। তবে যাদের ট্যালেন্ট আমরা দেখেছি, বিশেষ করে তাদের পিকে—তখন মনে হয় ‘মাইন্ড ব্লোয়িং।’
এমআর/টিএ