উত্তরা পশ্চিম থানা পুলিশ আন্তর্জাতিক অপরাধ আদালতের অপরাসিত ব্যারিস্টার তুরিন আফরোজের বাসায় অভিযান পরিচালনা করছে।
সোমবার (৭ এপ্রিল) রাতে তার উত্তরার বাসায় অভিযান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে উত্তর-পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজ এর বাসা ঘিরে রেখেছি। তার বাসায় পুলিশ অভিযান পরিচালনা করছে। তুরিন আফরোজকে গ্রেফতার করা হয়েছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, না আমরা তাকে এখনো গ্রেফতার করিনি তবে তার বাসায় অভিযান চলছে। আশা করি আমরা তাকে পেয়ে যাব।