ট্রাম্প ট্যারিফে হুমকির মুখে ২০২৬ ফিফা বিশ্বকাপ!

মার্কিন মুলুকে চলতি বছরের শুরুর দিকে ক্ষমতার মসনদে পারিবর্তন এসেছে। সেখানে এখন চলছে ডোনাল্ড ট্রাম্প আমল। আর নিজের শাসনামলের শুরুর দিকেই একর পর এক কর্মকাণ্ড দিয়ে আলোচনায় আসছেন মার্কিন প্রেসিডেন্ট। এবার পাল্টাপাল্টি শুল্ক আরোপ করায় শঙ্কায় আছে ২০২৬ সালে দেশটির মাটিতে হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ নিয়ে।

জানুয়ারিতে ক্ষমতায় এসেই কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এ নিয়ে দেশ দুটি প্রতিক্রিয়া দেখানোর পর গত মাসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও বিশ্বকাপের সহ-আয়োজক দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা আসন্ন টুর্নামেন্টকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে। এরই মধ্যে ট্রাম্প কানাডাকে ‘৫১তম রাজ্য’ বানানোর কথা বলায় যুক্তরাষ্ট্রের এনবিএ ও এনএইচএল দলের খেলার সময় কানাডীয় দর্শক কর্তৃক মার্কিন জাতীয় সংগীতকে বিদ্রুপের ঘটনাও ঘটেছে। তাতে আগে বলা তিন দেশের একতা এখন আর আগের মতো নেই।
এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের কারণে বাজারে দাম কমছে বিশ্বের বহুজাতিক ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান সমূহের। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার পর্যন্ত ক্রীড়াসামগ্রী বাজারজাতকারী প্রতিষ্ঠান আন্ডারআর্মারের শেয়ারের ১৮.২৫ শতাংশ দরপতন ঘটেছে, যা নাইকির বেলায় ১৪.৪%, পুমার ১১.৮% এবং অ্যাডিডাসের ১১.৭% পর্যন্ত। পাশাপাশি শুল্ক আরোপের কারণে বিনিয়োগে আগ্রহ হারাতে পারে স্পন্সর প্রতিষ্ঠানগুলো।

এদিকে ২০২৬ বিশ্বকাপ আয়োজনে হোয়াইট হাউজ টাস্কফোর্সের প্রধান ডোনাল্ড ট্রাম্প নিজেই। শুল্ক আরোপ-সৃষ্ট অস্থিরতা এর জেরে তৈরি হওয়া নেতিবাচক প্রভাব কমানোর প্রধান দায় ও দায়িত্বও তার।যে কারণে হয়ত বড় কোনো সমস্যায় পড়তে হবে না বিশ্বকাপ আয়োজনকে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
৯ বছর অডিশনের পর বলিউডে অভিষেক হচ্ছে গোবিন্দপুত্রের Apr 08, 2025
img
কারিনা সাংঘাতিক মেয়ে, সাইফকে সতর্ক করেছিলেন অক্ষয়? Apr 08, 2025
img
অন্তঃসত্ত্বা অবস্থায়ই মেট গালার লাল গালিচায় হাঁটবেন কিয়ারা Apr 08, 2025
img
সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১০ Apr 08, 2025
img
সুদীপ-পৃথার বিচ্ছেদ, ভবিষ্যতেও এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত Apr 08, 2025
img
শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Apr 08, 2025
img
ইসরায়েলকে এআই সহায়তার প্রতিবাদে চাকরি ছাড়লেন মাইক্রোসফটের এক নারী কর্মী Apr 08, 2025
img
হে আল্লাহ, আবার আবাবিল পাখির ভীষণ প্রয়োজন: ওমর সানী Apr 08, 2025
img
শুল্ক কমানোর অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনার ঘোষণা ট্রাম্পের Apr 08, 2025
img
যুক্তরাষ্ট্রে ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল, তালিকায় আছে ৫ বাংলাদেশি Apr 08, 2025