প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে নির্যাতনে যুবকের মৃত্যু

চাঁদপুরের কচুয়ায় প্রেমিকার বাড়িতে মধ্যরাতে দেখা করতে গিয়ে নির্যাতনে নূর মোহাম্মদ তুষার (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৬ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রেমিকাসহ দুইজনকে আটক করছে পুলিশ।নিহত নূর মোহাম্মদ তুষার ৯ নং কড়ইয়া ইউনিয়নের মনোহরপুর গ্রামের মৃত মিজানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নূর মোহাম্মদ তুষার ও একই উপজেলার দক্ষিণ রাজাপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে হিমা আক্তারের (১৮) সঙ্গে রোববার দিবাগত রাতে দেখা করতে যান। এ সময় প্রেমিকার পরিবার ও বাড়ির লোকজন তুষারকে আটক করে নির্যাতন করে গুরুতর আহত করেন। তুষারের মা তাছলিমা বেগম সেখান থেকে ছেলেকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সোমবার (৭ এপ্রিল) দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
নিহত তুষারের মা তাসলিমা বেগম বলেন, আমার ছেলের সঙ্গে হিমা আক্তারের ফেসবুকে পরিচয় হয়। তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করবে বলে গতকাল রাতে আমার ছেলেকে ফোন দিয়ে হিমা আক্তার বাড়িতে নিয়ে যায়। হিমার বাড়ির এক লোক আমাকে ফোন দিলে বলে ছেলেকে নিয়ে যাওয়ার জন্য। আমি ওইখানে গিয়ে ছেলেকে রক্তাক্ত ও অজ্ঞান অবস্থায় দেখতে পাই।ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার ছেলেকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন।

কচুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, হত্যাকাণ্ড সন্দেহে প্রেমিকা হিমা আক্তার ও তার মা হাছিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
শোভাযাত্রায় রয়েছে ‘পানি লাগবে পানি’ মোটিফ Apr 14, 2025
img
শোভাযাত্রায় ১৮ হরিয়ানা ঘোড়া নিয়ে ডিএমপির অশ্বারোহী দল Apr 14, 2025
img
মার্কিন মুলুকে হৃতিকের অনুষ্ঠান ঘিরে বিতর্ক, আয়োজকের সাফাই Apr 14, 2025
img
প্রতিদিন গড়ে ১১১ মিনিট হাঁটলেই ১১ বছর আয়ু বাড়বে! দাবি ব্রিটিশ বিজ্ঞান পত্রিকার Apr 14, 2025
img
সিঙ্গাপুর থেকে অনলাইনে আদালতে সাক্ষী দিলেন প্রবাসী Apr 14, 2025
img
শারজাহ’র আল নাহদা ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৫ Apr 14, 2025
img
আনন্দ শোভাযাত্রায় বিদেশিদের অংশগ্রহণ, নেচে-গেয়ে বললেন ‘শুভ নববর্ষ Apr 14, 2025
img
ডিপিএলের সুপার লিগে উঠল যারা, রেলিগেশানেই বা কাদের নাম Apr 14, 2025
img
আংশিক শুল্ক ছাড়ে খুশি নয় চীন, চায় আরও বড় পদক্ষেপ Apr 14, 2025
img
তামান্না-বিজয় বিচ্ছেদ, আড়ালে কে? Apr 14, 2025