প্রবেশপত্রে ভুল, প্রধান শিক্ষকের কক্ষে তালা

নীলফামারী সদরের কানিয়াল খাতা দ্বিমুখী দাখিল মাদরাসার ৩৪ শিক্ষার্থীর দাখিল পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্রে বিভিন্ন ভুল ধরা পড়েছে। ফলে আসন্ন দাখিল পরীক্ষায় এসব পরীক্ষার্থীর অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে। এমন অনিশ্চয়তায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সোমবার (৭ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠানপ্রধানের কক্ষে তালা ঝুলিয়েছে।

পরীক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠানপ্রধানের অবহেলায় এমন ভুল হয়েছে।একজনের প্রবেশপত্রে অন্যজনের ছবি লাগানো হয়েছে। এ ছাড়া নামের বানান, জন্ম তারিখ এমনকি কারো বাবা-মায়ের নামেও ভুল দেখা গেছে।

পরীক্ষার্থী লিপন ইসলাম বলেন, ‘আজ আমাদের প্রবেশপত্র দেওয়া হবে বলে আসতে বলা হয়। কিন্তু প্রবেশপত্র হাতে পেয়ে দেখি আমার ছবির স্থলে অন্যজনের ছবি লাগানো হয়েছে।এই প্রবেশপত্র দিয়ে আমাকে কেন্দ্রে প্রবেশ করতে দিবে কি? প্রবেশ করতে দিলেও পরীক্ষার হলে যাচাই হলে আমি তো অবৈধ হবো।’

নুর জামান ইসলাম নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘জন্ম নিবন্ধন ও সব কাগজপত্রে আমার মায়ের নাম আছে মমেনা বেগম। কিন্তু প্রবেশপত্র হাতে পেয়ে দেখি আমার মায়ের নাম হয়েছে মমবানা বেগম। স্যারকে ভুলের কথা বললে তিনি বলেন, এগুলা কোনো ভুল হইল।
 
নাঈম ইসলাম নামের আরেক পরীক্ষার্থী বলেন, ‘আমার জন্ম তারিখ ২০০৮ সালের ১২ আগস্ট। কিন্তু প্রবেশপত্রে দেওয়া হয়েছে ১০ আগস্ট ২০০৮ সাল। আমরা অতি দ্রুত প্রবেশপত্র সংশোধন চাই।’

অভিযোগের বিষয়ে কানিয়াল খাতা দ্বিমুখী দাখিল মাদরাসার অধ্যক্ষ মো. সাবেদ আলী বলেন, ‘শিক্ষার্থীরা নিয়মিত মাদরাসায় না আসায় কিছু ভুল হয়েছে। তবে সেগুলো খুব বড় ধরনের ভুল নয়।

এগুলো সংশোধন করার জন্য বোর্ডের দরজা সব সময় খোলা আছে।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, ‘আমাদের পক্ষ থেকে ঈদুল ফিতরের আগেই প্রবেশপত্র শিক্ষার্থীদের মাঝে বিতরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে করে কোনো ভুল পরিলক্ষিত হলে সংশোধন করা যায়। দাখিল পরীক্ষার প্রবেশপত্রে যে ভুলগুলো হয়েছে, এর সম্পূর্ণ দায়ভার প্রতিষ্ঠানপ্রধানের।’

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান, ভুল সংশোধনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল থেকে সারা দেশে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে।



এমআর/টিএ


Share this news on:

সর্বশেষ

img
বেঙ্গালুরুর কাছে হেরে যা বললেন হার্দিক Apr 08, 2025
img
ফোনে বিজ্ঞাপনী মেসেজ আসা বন্ধ করবেন যেভাবে Apr 08, 2025
img
৯ বছর অডিশনের পর বলিউডে অভিষেক হচ্ছে গোবিন্দপুত্রের Apr 08, 2025
img
কারিনা সাংঘাতিক মেয়ে, সাইফকে সতর্ক করেছিলেন অক্ষয়? Apr 08, 2025
img
অন্তঃসত্ত্বা অবস্থায়ই মেট গালার লাল গালিচায় হাঁটবেন কিয়ারা Apr 08, 2025
img
সিলেটে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় আটক ১০ Apr 08, 2025
img
সুদীপ-পৃথার বিচ্ছেদ, ভবিষ্যতেও এক ছাদের নিচে থাকার সিদ্ধান্ত Apr 08, 2025
img
শুল্ক ফাঁকি দিয়ে আনা ৩৩ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Apr 08, 2025
img
ইসরায়েলকে এআই সহায়তার প্রতিবাদে চাকরি ছাড়লেন মাইক্রোসফটের এক নারী কর্মী Apr 08, 2025
img
হে আল্লাহ, আবার আবাবিল পাখির ভীষণ প্রয়োজন: ওমর সানী Apr 08, 2025