স্বাধীনতা কনসার্টের তারিখ পরিবর্তন

‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’ স্বাধীনতা দিবস উপলক্ষে চার শহরে কনসার্ট আয়োজন করতে চলেছিল। কনসার্টটি ১১ এপ্রিল ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ফিলিস্তিনের গাজা ও রাফা অঞ্চলে ইসরায়েলের গণহত্যার নিন্দা ও প্রতিবাদ হিসেবে সংগঠনটি সিদ্ধান্ত নিয়েছে যে, এই কনসার্টটি এক দিন পিছিয়ে ১২ এপ্রিল (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

সংগঠনের সভাপতি শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।

এই গণহত্যার প্রতিবাদ হিসেবে শুক্রবার (১১ এপ্রিল) দেশজুড়ে তৌহিদী জনতা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন, তাদের এই কর্মসূচিতে সমর্থন রয়েছে আমাদের। এ জন্য ‘স্বাধীনতা কনসার্ট’র পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করে এক দিন পর, অর্থাৎ ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে কনসার্টটি।

দেশের চারটি মহানগর ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং বগুড়ায় ১২ এপ্রিল হবে কনসার্ট।

ঢাকার বাইরে চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়াম, খুলনা স্টেডিয়াম ও বগুড়ায় আলতাফুন্নেছা খেলার মাঠ কিংবা আজিজুল হক কলেজ মাঠে এ আয়োজন হবে বলে জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। ঢাকায় মানিক মিয়া এভিনিউতে প্রধান আকর্ষণ হিসেবে পারফর্ম করবেন নগর বাউল জেমস। বিজয় দিবস কনসার্টেও জেমসের পরিবেশনা দিয়ে শেষ হয়েছিল আয়োজন।

জেমস ছাড়া ঢাকায় আরো গাইবে ব্যান্ড ফিডব্যাক, শিরোনামহীন, পাওয়ারসার্জ, আপেক্ষিক, আফটার ম্যাথ, সংগীতশিল্পী প্রীতম হাসান, জেফার, পড়শী, ফেরদৌস ওয়াহিদ, মিলা, আগুন, হায়দার হোসেন, অনিমেষ রায়, সোহান আলী, আবরার শাহরিয়ার, মাহতিম সাকিব, সেলিম চৌধুরী, আলেয়া বেগম ও মিফতা জামান।

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে গান শোনাবে ব্যান্ড মাইলস, সোলস, আর্ক, লালন, অ্যাশেজ, সাবকনসাস, বে অব বেঙ্গল, তীরন্দাজ, মেট্রিক্যাল, সংগীতশিল্পী কিরণ দাস, ইমরান, কোনাল, চিশতি বাউল, তাসনিম আনিকা, সালমা, রায়হান, শুভ্র, মৌসুমী, ইথুন বাবু, পরাণ আহসান, আকলিমা মুক্তা ও ঋতুরাজ।

খুলনা জেলা স্টেডিয়ামে দর্শক মাতাবে ব্যান্ড ওয়ারফেজ, আর্বোভাইরাস, সোনার বাংলা সার্কাস, কার্নিভাল, বাংলা ফাইভ, কাগুল, কুঁড়েঘর, বিবর্তন, সংগীতশিল্পী মনির খান, আসিফ আকবর, বালাম, তাহসান খান, কনা, নাসির, জয় শাহরিয়ার, টুনটুন বাউল, রুখসার রহমান, লিজা ও পলাশ।

বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে গাইবে ব্যান্ড আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, এমএনবি, ভাইকিংস, বাগধারা, সংগীতশিল্পী খুরশীদ আলম, বেবী নাজনীন, কনকচাঁপা, আলম আরা মিনু, হৃদয় খান, কর্নিয়া, মিজান, লুইপা, কে জেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব ও মুহিন।

আরএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস Apr 17, 2025
img
ঢাকাগামী ট্রাকে মিলল কোটি টাকার চোরাই শাড়ি ও থ্রি-পিস Apr 17, 2025
img
রাজধানী ঢাকা ছাড়তে পুলিশের আবেদনের হিড়িক! Apr 17, 2025
img
জব্দ হিসাব থেকে কো‌টি টাকা উত্তোলন, প্রিমিয়ার ব্যাংককে জরিমানা Apr 17, 2025
img
চট্টগ্রামে বাসে কিশোরীকে ধর্ষণ, চালক-হেলপার গ্রেফতার Apr 17, 2025
আসছে ডেসটিনি এমডির নতুন রাজনৈতিক দল, সদস্য সচীব ফাতিমা তাসনিম Apr 17, 2025
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস ! Apr 17, 2025
শোভাযাত্রার আয়োজকদের ভিনদেশি নম্বর থেকে হু ম কি Apr 17, 2025
ট্রাম্প প্রশাসনের সঙ্গে শুল্ক সমঝোতায় যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল Apr 17, 2025
নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে 'সন্তুষ্ট নয়' বিএনপি Apr 17, 2025