‘প্যান ইন্ডিয়ান’ নয়, অ্যাটলি-আল্লুর টার্গেট এবার পুরো বিশ্ব!

‘পুষ্পা ২’-এর বিপুল সাফল্যের পর নতুন প্রজেক্টে নাম লিখিয়েছেন ভারতীয় সিনেমার অন্যতম সুপারস্টার আল্লু অর্জুন। আর সেই সিনেমাটি পরিচালনার দায়িত্বে আছেন ‘জওয়ান’ খ্যাত প্যান ইন্ডিয়ান নির্মাতা অ্যাটলি কুমার!

প্রযোজনা সংস্থা সান পিকচার্সের সঙ্গে বিশাল বাজেটের নতুন এই প্রজেক্টটি হতে যাচ্ছে ভিএফএক্স-নির্ভর! সান গ্রুপের কালানিধি মারানের ব্যানারে নির্মিত এই নামহীন প্রজেক্টটির শুটিং শুরু হচ্ছে এই এপ্রিলেই—আল্লু অর্জুনের জন্মদিনে (মঙ্গলবার) আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসে।

আল্লু অর্জুন ও অ্যাটলি সম্প্রতি লস অ্যাঞ্জেলসে বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টস কোম্পানিগুলোর সঙ্গে মিটিং করেছেন। যেখানে তারা সিনেমার ভিজ্যুয়াল স্টাইল ও অ্যাম্বিশন নিয়ে কাজ করেছেন। যদিও এখনো ছবির নাম বা কাস্টিং প্রকাশ করেননি। তবে এটি একটি মৌলিক গল্প নিয়ে তৈরি উচ্চমানের প্রোডাকশন—যার লক্ষ্য শুধু ভারত নয়, সারা বিশ্বের দর্শকদের বড় পর্দায় চমকে দেওয়া!

পরিচালক অ্যাটলি এক বিবৃতিতে বলেন, “এটাই সেই সিনেমা, যেটা আমি সবসময় করতে চেয়েছি। বহু বছরের পরিশ্রমের পর স্ক্রিপ্টটি এমন এক পর্যায়ে এসেছে, যা নিয়ে আমি আত্মবিশ্বাসী। আল্লু অর্জুন স্যারকে নিয়ে, কালানিধি মারান স্যারের নেতৃত্বে এটা বাস্তবে রূপ নিতে যাচ্ছে—এটি আমার কাছে এক স্বপ্নপূরণের মুহূর্ত। সিনেমাটি মূলত ‘ম্যাস’ এবং ‘ম্যাজিক’-এর মিশেল।”

‘পুষ্পা ২’-এর মাধ্যমে আল্লু অর্জুন নিজেকে প্যান-ইন্ডিয়া তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ছবিটি ভারতের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। সাহসী চরিত্র, স্টার পাওয়ার ও অভিনয়ের মিশেলে তিনি বাণিজ্যিক সিনেমার ধরনকে একাধিকবার বদলে দিয়েছেন।

অন্যদিকে অ্যাটলি থেরি, মার্সাল, বিগিল এবং শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার পরিচালনার মাধ্যমে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। ‘জওয়ান’ ১৩৫ মিলিয়ন ডলারের বেশি আয় করে ভারতের ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে। অ্যাটলি তার ইমোশন-নির্ভর গল্প বলার ধরন ও বিশাল স্কেলে নির্মিত সিনেমার জন্য খ্যাত, যা এবার প্যান-ইন্ডিয়া দর্শকদের লক্ষ্য ছাড়িয়ে আরও বিস্তৃত হতে যাচ্ছে।

এফপি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
দুপুরের মধ্যে বৃষ্টির ইঙ্গিত, বাড়তে পারে দিনের তাপমাত্রা Apr 19, 2025
img
ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা Apr 19, 2025
img
পুলিশ-ছাত্রদল পরিচয়ে চাঁদা দাবি, ৪ যুবক গ্রেফতার Apr 19, 2025
img
বিশ্বকাপের ভাগ্য নির্ধারণী ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ Apr 19, 2025
img
মেয়ের প্রেমের কথা শুনলে অজয় বন্দুক তুলবে : কাজল Apr 19, 2025
img
দুপুরের মধ্যে ঢাকাসহ ১০ জেলায় ঝড়ের আভাস Apr 19, 2025
img
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়া বাংলাদেশি যুবক নিহত Apr 19, 2025
img
গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৬৪ Apr 19, 2025
img
জামিন পাওয়ার পর ডা. আজিজকে জেলগেটে হেনস্থা করে আবার আটক করাটা হাইকোর্ট অবমাননা: আব্দুন নূর তুষার Apr 19, 2025
img
কন্যার প্রথম ঝলক ও নাম প্রকাশ্যে আনলেন আথিয়া-রাহুল Apr 19, 2025