বাবা সুনীল শেট্টির জন্মদিনে প্রথমবার কন্যার ছবি প্রকাশ করলেন আথিয়া শেট্টি ও কেএল রাহুল। ছবি শেয়ার করে তাঁরা জানান, মেয়ের নাম রাখা হয়েছে ইভারা, যার অর্থ ঈশ্বরের উপহার।
ছবিতে দেখা যায়, কন্যাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন রাহুল, পাশে আথিয়া। এই ছবি প্রকাশের পর অনুষ্কা শর্মা, সামান্থা রুথ প্রভু, মালাইকা অরোরা, অর্জুন কাপুর-সহ অনেকে শুভেচ্ছায় ভরিয়ে দেন তাঁদের।
২০২৩ সালে বিয়ে করেন আথিয়া ও রাহুল। এরপর ২০২৪ সালের নভেম্বরে সন্তানের আগমনের খবর জানান তাঁরা। অভিনেত্রী নিয়মিত মাতৃত্বকালীন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করেছেন।
নাতনি হওয়ার আনন্দে সুনীল শেট্টিও দিয়েছেন ভালোবাসায় ভরা বার্তা ও ‘নজরকাঠি’ ইমোজি।
আরআর/এসএন