ইলিশের বাড়ি ভোলা, বিভাগ বরিশাল : মৎস্য উপদেষ্টা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার সম্প্রতি বরিশালে অনুষ্ঠিত "জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২৫" উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ইলিশের গুরুত্ব তুলে ধরেন এবং জাটকা সংরক্ষণে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "ইলিশের বাড়ি ভোলা, ইলিশের বিভাগ বরিশাল," এবং উল্লেখ করেন যে বরিশাল বিভাগে মোট ইলিশের ৬৫.৮৮ ভাগ উৎপাদিত হয়।

তিনি আরও বলেন, "জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে," এবং মৎস্যজীবীদের শপথ নেওয়ার আহ্বান জানান যে তারা যেন জাটকা ধরবেন না, যাতে ইলিশ সম্পূর্ণ পরিণত হতে পারে।

এছাড়া, মৎস্য উপদেষ্টা বলেন যে, মৎস্যজীবীদের আর্থিক উন্নতির জন্য মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাংক স্থাপনের জন্য ইতোমধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি পাঠানো হয়েছে। তিনি এই উদ্যোগের মাধ্যমে মৎস্যজীবীদের দাদনের হাত থেকে রক্ষা করার আশা প্রকাশ করেন।

সমাবেশে মৎস্য আড়তদার অ্যাসোসিয়েশন ও ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির পক্ষ থেকে কিছু দাবিও তুলে ধরা হয়, যার মধ্যে নিষিদ্ধ জালের উৎপাদন ও বাজারজাতকরণ বন্ধ করা, মৎস্য অবতরণ কেন্দ্র চালু করা, এবং মৎস্যজীবীদের জন্য বীমা ব্যবস্থা চালু করার দাবি অন্তর্ভুক্ত ছিল।
এছাড়া, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাওসার মৎস্যজীবীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ভাসমান স্বাস্থ্যকেন্দ্র এবং নৌ অ্যাম্বুলেন্স দেওয়ার প্রস্তাব দেন।

এই কর্মসূচির মাধ্যমে জাটকা সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং মৎস্যজীবীদের সমস্যাগুলোর সমাধান করার জন্য একত্রিত প্রচেষ্টা করা হচ্ছে।


এসএস/টিএ

Share this news on: