সৌদি আরব আগামী মে মাস থেকে এশীয় ক্রেতাদের জন্য জ্বালানি তেলের দাম কমানোর ঘোষণা দিয়েছে। সৌদি আরামকো, দেশটির রাষ্ট্রায়ত্ত তেল উত্তোলন ও বিপণনকারী কোম্পানি, রোববার এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়েছে, ১ মে থেকে সৌদি আরামকোর প্রধান পণ্য আরব লাইট ক্রুডসহ অন্যান্য তেলের দাম প্রতি ব্যারেলে ২ দশমিক ৩০ ডলার কমানো হবে। এ সিদ্ধান্তের ফলে এশীয় ক্রেতারা তেল কম দামে কিনতে পারবেন।
বিশ্বব্যাপী জ্বালানি তেলের বাজারে করোনা মহামারির পর থেকে ডলারের মানে অস্থিরতা দেখা দিয়েছে, এবং অনেক দেশ তেল ক্রয়ের পরিমাণ কমিয়ে দিয়েছে, যাতে তারা ডলারের মজুত ধরে রাখতে পারে। তবে, সৌদি আরবের এ সিদ্ধান্ত তেলের বিক্রি বাড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এদিকে, ওপেক প্লাস সম্প্রতি তেলের উত্তোলন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এবং সৌদি আরবের এই সিদ্ধান্তের ফলে এশীয় বাজারে তেলের সরবরাহ বাড়াতে সহায়তা করবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, সৌদি আরব এ মূল্যছাড় দিয়ে নিজেদের পুরনো ক্রেতাদের ফিরে পেতে চাচ্ছে, কারণ এশীয় দেশগুলো এখন ইরাক ও কাজাখস্তানের তেলও ক্রয় করছে।
বাজার বিশ্লেষকরা বলেন, এই মূল্যছাড় আগের তুলনায় অনেক বেশি, এবং এটি সৌদি আরবের পরিকল্পিত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা তাদের তেলের বাজারে অবস্থান শক্তিশালী করতে সহায়ক হবে।
এসএস/টিএ