চাঁপাইনবাবগঞ্জে দুটি বিওপি স্থাপন করল বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের প্রত্যন্ত ও দুর্গম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) আওতাধীন দুটি নবনির্মিত বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে মুশরীভূজা এলাকার খড়কপুর বিওপি উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান।

এর আগে বিওপিতে পৌঁছে ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাহিদুর রহমান গার্ড অব অনার গ্রহণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি নবনির্মিত অপর বিওপি ‘সুরানপুর’ উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল ইমরান ইবনে এ রউফ, ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়াসহ বিভিন্ন পদমর্যাদার বিজিবি কর্মকর্তা, সৈনিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিজিবি সূত্র জানায়, ভোলাহাট উপজেলা সীমান্তে দায়িত্বরত ভোলাহাট ও জেকে পোলাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বড় এবং বিওপি দুটি সীমান্ত হতে দূরে অবস্থিত। ফলে ওই দুই বিওপির পক্ষে চোরাচালান দমনে টহল পরিচালনা করা খুবই কষ্টসাধ্য ছিল। এমতাবস্থায় দায়িত্বপূর্ণ এলাকার ভারসাম্য রক্ষার্থে বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী খড়কপুর ও সুরানপুর বিওপি নির্মাণ করা হয়।

২০২১ সালের ২৪ ফেব্রুয়ারিতে বিওপি দুটির নির্মাণকাজ শুরু হয়। মঙ্গলবার থেকে বিওপি দুটির অপারেশনাল কার্যক্রম শুরু হলো।

এফপি/টিএ 

Share this news on: