আমাকে নগ্ন ছবি পাঠাতে বলত : কঙ্গনা

তিক্ততায় ভরা হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক, যেখানে ভালোবাসার থেকে বেশি জায়গা করে নিয়েছে অভিযোগ ও বিবাদ। ২০১৪ সালে স্ত্রী সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পরে হৃতিকের জীবনে এসেছিলেন কঙ্গনা। শোনা যায়, প্যারিসে হৃতিক তাঁকে প্রেমের প্রস্তাবও দিয়েছিলেন। তবে সবকিছু চলছিল গোপনে। ‘কৃষ ৩’ ছবিতে একসঙ্গে কাজ করে তাঁরা সুপারহিট হন। কিন্তু ছবির সাফল্য ম্লান হতেই সম্পর্কেও আসে ফাটল।

তারপর শুরু হয় বিতর্ক। কঙ্গনা অভিযোগ করেন, হৃতিক নাকি তাঁকে ভুল প্রেমের ফাঁদে ফেলে মনের খেলা খেলেছেন। এরপর তো ইমেল কাণ্ড! কঙ্গনার দাবি—হৃতিক তাঁকে আপত্তিকর ছবি পাঠাতেন ও এমন ছবি চাইতেন। হৃতিক অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে আইনি পদক্ষেপ নেন। 

২০১৫ সালে কঙ্গনা রানাওয়াত এবং হৃতিক রোশনের মধ্যে ইমেল বিতর্ক বলিউডে রীতিমতো ঝড় তুলেছিল। প্রথমে এই বিতর্ক অনেকটা ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন বলেই মনে হয়েছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা আইনি লড়াইয়ে রূপ নেয়। কঙ্গনা প্রকাশ্যে দাবি করেন, হৃতিক নাকি তাঁকে প্রেমের প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছিলেন। এমনকি তিনি জানান, হৃতিক তাঁর কাছে ইমেলের মাধ্যমে আপত্তিকর ছবি পাঠাতেন এবং একই ধরনের ছবি চেয়েছিলেন তাঁর কাছ থেকেও।

এই অভিযোগ অস্বীকার করে হৃতিক রোশন আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন। তাঁর তরফে আইনজীবীরা কঙ্গনার দাবিকে ভিত্তিহীন এবং মিথ্যে বলে দাবি করেন। সেই সময় তাঁদের মধ্যে একের পর এক নোটিশ, পালটা নোটিশ ঘুরতে থাকে। ব্যক্তিগত সম্পর্কের গণ্ডি ছাড়িয়ে এই ঘটনাকে ঘিরে মিডিয়ায় তৈরি হয় প্রবল চর্চা।

তবে হৃতিক আইনি সাহায্য নেওয়ার পর কঙ্গনা কিছুটা চাপে পড়লেও, তাঁর ঠোঁটকাটা স্বভাবের কোনও পরিবর্তন হয়নি। বরং সময় যত গড়িয়েছে, কঙ্গনা তত বেশি করে নিজের অবস্থানকে জোরালো করেছেন। যেকোনও প্ল্যাটফর্মে হৃতিকের প্রসঙ্গ উঠলেই, কঙ্গনা সেই প্রসঙ্গে মুখ খোলেন। আবার হৃতিকের কোনও ছবি মুক্তি পেলেই, কঙ্গনা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন সাক্ষাৎকারে নেগেটিভ পাবলিসিটি করতে ছাড়েন না।

কঙ্গনা যেন প্রতিজ্ঞা করেছেন—হাতে না মারলেও, হৃতিককে ‘ভাতে’ মারবেন। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে—হৃতিক তাঁকে শুধু ঠকাননি, তাঁর আত্মসম্মানেও আঘাত করেছেন। তাই সুযোগ পেলেই কঙ্গনা তাঁর ক্ষোভ জানাতে ছাড়েন না। সময়ের সঙ্গে বিতর্কের রকমফের বদলালেও, এই দ্বন্দ্বের আঁচ এখনও পুরোপুরি নিভে যায়নি।

এসএম

Share this news on:

সর্বশেষ

img
পিএসএলে ইতিহাস গড়লেন পাকিস্তানি তারকা Apr 19, 2025
img
জিম্বাবুয়ের পেসারকে হুমকি মনে করছেন বাংলাদেশ কোচ Apr 19, 2025
img
ইন্টারপোলে শেখ হাসিনাসহ ১২ জনের বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারির আবেদন Apr 19, 2025
img
আল-কায়েদার হুমকিতে নিরাপত্তা চেয়েছিলেন প্রিন্স হ্যারি Apr 19, 2025
img
সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন হুনানের গভর্নর Apr 19, 2025
img
জাপানে সাত ডলার চুরি করে হারালেন ৮৪ হাজার ডলার Apr 19, 2025
img
মিয়ানমারে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত জান্তা ও বিরোধী দল Apr 19, 2025
img
বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ Apr 19, 2025
img
সরকারি খাদ্য গুদামে চাল সরবরাহে অনীহা, ৩১৬ মিলের নিবন্ধন বাতিল Apr 19, 2025
img
পিএসএলে ঝলক দেখানো রিশাদকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও Apr 19, 2025