পিএসএলে ঝলক দেখানো রিশাদকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোও

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুই ম্যাচেই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছেন রিশাদ হোসেন। টাইগার লেগস্পিনারকে নিয়ে আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে। পিএসএলের পর এবার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগের দলগুলোও আগ্রহ দেখিয়েছে তাকে দলে নিতে।

বাংলাদেশি স্পিনারের ভেলকি দেখছে পাকিস্তান। পিএসএল খেলতে গিয়ে সেদেশের দর্শকদের মন জয় করে নিয়েছেন রিশাদ হোসেন। লেগস্পিন, গুগলি, গতি বৈচিত্র্য- বুদ্ধিদীপ্ত বোলিংয়ে প্রতিপক্ষ ব্যাটারদের বোকা বানাচ্ছেন। ঝুলিতে পুরছেন উইকেট।

আগে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে দেশের ক্রিকেট ভক্তদের মাঝে রোমাঞ্চ কাজ করতো। তবে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে এখন আর আগের সেই চাহিদা নেই তাদের। ফ্র্যাঞ্চাইজিগুলোকে আকর্ষণ করার মতো পারফরম্যান্স না থাকা ও বিসিবি থেকে এনওসি নিয়ে টালবাহানাসহ নানা কারণে সাকিব-মোস্তাফিজের আগে ওপরে নিয়মিত বিদেশি ফ্র্যাঞ্চাইজি আসরে দেখা যায় না অন্য বাংলাদেশি ক্রিকেটারদের।

রিশাদের এবার পাকিস্তান সুপার লিগ খেলা নিয়ে তাই দেশের ক্রিকেটাঙ্গনে আলোচনা ছিল অনেক। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি, গত বছর টি-টোয়েন্টিতে দেশের সর্বোচ্চ উইকেটের মালিককে নিয়ে আলোচনা ছিল বিশ্ব ক্রিকেটে। চলতি পিএসএলে ২ ম্যাচের পারফরম্যান্সে রিশাদ বুঝিয়ে দিয়েছেন, তাকে নিয়ে আলোচনা এমনি এমনি হয়নি।

১৩ এপ্রিল কোয়েটা গ্ল্যাটিয়েটর্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয় রিশাদের। প্রথম ম্যাচেই বাজিমাত। ৩১ রানে শিকার করেন ৩ উইকেট। ঐ ম্যাচের পরই পিএসএলে তারকাখ্যাতি পেয়ে যান টাইগার লেগি। তবে, ওখানেই থেমে থাকেননি। ধারাবাহিকতা বজায় রাখেন পরের ম্যাচেও। করাচি কিংসের বিপক্ষেও তুলে নেন ৩ উইকেট। রান খরচ আরও কম ২৬। রাওয়ালপিন্ডি ও করাচিতে পরপর ২ ম্যাচে লাহোর কালান্দার্সের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন টাইগার স্পিনার।

এমন পারফরম্যান্সের পর রিশাদ হোসেনকে নিয়ে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও চাহিদা তুঙ্গে। শোনা যাচ্ছে- বিগ ব্যাশ, গ্লোবাল সুপার লিগ, গ্লোবাল টি-টোয়েন্টি কানাডা, জিম-আফ্রো টি-টেন, টি-টোয়েন্টি ব্ল্যাস্ট ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের টিমগুলো তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

রিশাদের পরবর্তী ম্যাচ ২২ এপ্রিল মুলতান সুলতান্সের বিপক্ষে। সেখানেও ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি। পিএসএলের এই ম্যাজিক ধরে রেখে, দ্রুতই গ্লোবাল টি-টোয়েন্টি সেনসেশনে পরিণত হবেন বাংলাদেশের রিস্ট স্পিনার, আশায় ফ্যানরা।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
তিন দফা দাবিতে কাঁথা-বালিশ নিয়ে জবি শিক্ষার্থীদের ক্যাম্পাসে অবস্থান Apr 20, 2025
img
ফিফা চাইলে ৬৪ দলের বিশ্বকাপ আয়োজন করতে রাজি সৌদি আরব Apr 20, 2025
img
সিরাজগঞ্জে মামা-মামি-বোনকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড Apr 20, 2025
img
নববধূ রেখাকে জুতাপেটা করে বরণ করেছিল শাশুড়ি Apr 20, 2025
img
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র Apr 20, 2025
img
আজ খারাপ খেলেছি তাই বলা যাবে না তারা চেষ্টা করছে না : সালাউদ্দিন Apr 20, 2025
img
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল জারি Apr 20, 2025
img
সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী বিপুর ৪৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ Apr 20, 2025
img
চীনের সঙ্গে ঐতিহাসিক সম্পর্ক ২ হাজার বছরের পুরোনো : ঢাবি উপাচার্য Apr 20, 2025
img
নৌপরিবহন অধিদপ্তরের নতুন ডিজি শফিউল বারী Apr 20, 2025