জিতের জীবন বাঁচাল ধরা পড়া ডাকাত সর্দার

জিতের জনপ্রিয়তা দেশের সীমানা ছাড়িয়ে বহুদূর ছড়িয়ে গেছে। তার বাণিজ্যিক সফলতাও অসাধারণ, যা বাংলা সিনেমায় নতুন দিগন্ত খুলেছে। তবে, একজন সুপারস্টার হিসেবে জিতের জীবনে রয়েছে একটি ভয়াবহ অভিজ্ঞতা, যা তিনি নিজেই শেয়ার করেছেন।

একবার মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন তিনি, যখন ডাকাত সর্দার তাকে চিনে ফেলেন। জীবনের সেই ভীতিকর মুহূর্তটি আজও স্মরণ করে শিউরে ওঠেন জিত।

গ্রামে শো করতে গিয়েছিলেন নায়ক। প্রত্যন্ত গ্রাম। শো শেষ হয় অনেক রাতে। ফেরার পথে সঙ্গীদের সঙ্গে রাস্তার একটি ফাঁকা জায়গায় গাড়ি থামিয়েছিলেন। পোশাক পরিবর্তন করেছিলেন তারা। হঠাৎই দেখেন দূর থেকে ধেয়ে আসছে একদল লোক। ১৫-১৬ জনের মতো হবে। সবার হাতে ধারালো অস্ত্র, ইট। জিতের গাড়ি ঘিরে ধরে তারা। ভয়ে কাঁপতে শুরু করেন সকলে।

জিৎ বলেন, ‘গাড়ির তেতরে বসে আমি শুনতে পাচ্ছিলাম, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিল ওরা। আমাদের খুবই ভয় করছিল। তারপরই আমার মাথায় বুদ্ধি খেলে যায়। আমি কাঁচ নামিয়ে ওদের নিজের মুখটা দেখাই এই ভেবে, যদি আমাকে ওরা চিনতে পারে... যদি আমাদের ছেড়ে দেয়।’
ডাকাতদলের যে লিডার, সে প্রথমে বিশ্বাসই করতে চাইছিল না গাড়ির মধ্যে জিৎ আছেন। তারপর বুঝতে পেরেই ছুটে আসেন।

জিৎ বলেন, ‘আমাকে চিনতে পেরে মানুষটাকে মুহূর্তের মধ্যে পাল্টে যেতে দেখি। যে মানুষ কিছুক্ষণ আগেও গুন্ডামি করছিল, খারাপ কথা বলছিল, আমার মুখটা দেখেই বিগলিত হয়ে গেল। উল্টো তার স্ত্রীকে ‘পুষ্পার মা’ বলে ডাকতে শুরু করল।’

এই ঘটনার পর জিৎ বুঝেছিলেন, অভিনয় পেশা থেকে তিনি ঠিক কতখানি পেয়েছেন। এই পেশা তাকে পরিচিতি দিয়েছে আর সেই সঙ্গে দিয়েছে মানুষের ভালোবাসাও।

জিৎ বলেছেন, ‘আমি বুঝতে পারি, এই পেশার মাহাত্ম্য ঠিক কতখানি। একশো কোটি টাকার মালিক হলেও, যদি পরিচিতি না থাকে, লুট হয়ে যেতে সময় লাগবে না। ওই ঘটনার পর অভিনয় পেশার কাছে আমি কৃতজ্ঞ।’

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
পুলিশের কোনো কর্মকর্তা অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হয় Apr 18, 2025
img
নিজ বাড়ি থেকে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার Apr 18, 2025
img
পাকিস্তানের কাছে ৪৩২ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছে বাংলাদেশ Apr 18, 2025
img
দিনে ধাওয়া-পাল্টাধাওয়া, রাতে বৈষম্যবিরোধী-এনসিপির মুখোমুখি ছাত্রদল Apr 18, 2025
img
বিয়ে ঠিক হওয়ার পরও কেন ভেঙে যায় শহিদ-কারিনার প্রেম Apr 18, 2025
img
সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে: রিজভী Apr 18, 2025
img
সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার Apr 18, 2025
img
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পাওয়ার চেষ্টা চলছে: অর্থ উপদেষ্টা Apr 18, 2025
img
এবার কাফনের কাপড় বেঁধে গণমিছিল করবে কারিগরি শিক্ষার্থীরা Apr 18, 2025
img
জুনিয়র সাফ মিশন শুরু যশোরে আধুনিক একাডেমিতে Apr 18, 2025