অনলাইনে পরিচয়ে রডমিস্ত্রিকে বিয়ে, ৫ মাস পর নারীর নিথর দেহ উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কচুয়া গ্রামে দেওয়ান রাব্বীর বাড়িতে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন রিনা আক্তার (২৪) নামের এক নারী। অনলাইনে পরিচয়ের মাধ্যমে সম্পর্কে জড়িয়ে পড়ার পর রংপুর সদর উপজেলার বাসিন্দা রিনা পাঁচ মাস আগে রাব্বীকে দ্বিতীয় বিয়ে করে তাঁর বাড়িতে আসেন।

মঙ্গলবার (৮ এপ্রিল) সন্ধ্যায় স্বামীর অনুপস্থিতিতে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। পরে স্বজনরা সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রিনা রংপুরের পাগলাপীর এলাকার আবদুল মালেকের মেয়ে। তার প্রথম বিয়ে থেকে একটি সন্তান রয়েছে। দ্বিতীয় বিয়ের পর থেকে তিনি নিজের পরিবারের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছিলেন বলে জানান শ্বশুর দেওয়ান মোজাম্মেল।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


এসএস/এসএন

Share this news on: